হামজাকে নিয়ে যা বললেন লিটন 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৫৪ এএম | ২৭ মার্চ, ২০২৫

হামজা চৌধুরীর আগমনে শোরগোল পরে গেছে পুরো বাংলাদেশ জুড়েই। ইংলিশ প্রিমিয়ার লিগে বিশ্বের সেরা তারকাদের সঙ্গে খেলা এই ফুটবলারকে নিয়ে মানুষের বাড়তি উত্তেজনা থাকবে এমনটাই স্বাভাবিক। এরই মাঝে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকও হয়ে গেছে হামজার। ভারতের বিপক্ষে দেশের হয়ে খেলতে নামা প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন এই ফুটবলার। 

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। দলের সঙ্গে ছিলেন হামজাও। তবে আজ দেশ ত্যাগের কথা রয়েছে তার। যোগ দেবেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। তবে হামজাকে নিয়ে আগ্রহ কমেনি এখনো ক্রীড়াঙ্গনে। হামজার সঙ্গে দেখা হয়ে এবার নিজের অনুভূতি প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের ওপেনার লিটন কুমার দাস। 

হামজার সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লিটন লিখেছেন, ‘হামজা চৌধুরীর সঙ্গে দেখা হওয়াটা একটা দারুণ ব্যাপার। সে খুবই বিনয়ী এবং অসাধারণ একজন খেলোয়াড়। তাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মাঠে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সে ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে সকলের প্রশংসা কুড়িয়েছেন হামজা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে হাভিয়ের ক্যাবরেরার দল। 

খেলার দুনিয়া | ফলো করুন :