ক্লাব বিশ্বকাপে মেসির সামনে হাজার কোটির হাতছানি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৪৭ পিএম | ২৭ মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত আয়োজিত হবে ক্লাব বিশ্বকাপের এবারের আসর। ৩২ দলকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের প্রাইজমানি আগেই ঘোষণা করেছিল ফিফা।  যা ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানির দ্বিগুণেরও বেশি। সেখানে প্রথমবারের মত অংশগ্রহণের সুযোগ পেয়েছে লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। তাই কাতার বিশ্বকাপজয়ী মেসির সামনে হাতছানি দিচ্ছে আরো এক বিশ্বকাপ ও শত কোটি টাকা। 

২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। আর ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি করা হয়েছিল ১০০ কোটি ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান। তবে আগে মোট প্রাইজমানি ঘোষণা করলেও তা কীভাবে বণ্টন করা হবে এটা নিয়ে কিছু জানায়নি ফিফা। অবশেষে জানা গেল কোন দল পাবে কত টাকা করে। 

মোট টাকার ৫০% বণ্টন করা হবে অংশগ্রহণকারী দলেগুলোর মাঝে। তবে সব দল সমান অর্থ পাবে না।  অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে প্রতিটি ক্লাবের ক্রীড়া ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে। তাই স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি অর্থ যাবে ইউরোপের শীর্ষ ক্লাব রিয়াল মাদ্রিদের পকেটে। বাংলাদেশি টাকায় প্রায় ৪৬৪ কোটি ২৮ লাখ টাকা ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতা দলটি।  সবার কম বরাদ্দ অকল্যান্ড সিটি ফুটবল ক্লাবের। তারা পাবে ৪৩ কোটি ৫২ লাখ টাকা। আর লিওনেল মেসির দল ইন্টার মায়ামি অংশগ্রহণের জন্য পাবে ১১৬ কোটি ৩২ লক্ষ ৬১ হাজার টাকা। 

বাকি ৫০% দেওয়া হবে পারফরম্যান্সের ভিত্তিতে। ইউরোপের কোনো দল চ্যাম্পিয়ন হলে পেতে পারে ১ হাজার ৫১৯ কোটি ৬৫ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৩৬৪ কোটি ৭১ লাখ টাকা। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচের জয়ের জন্য দেওয়া হবে ২৪ কোটি ৩০ লাখ টাকা। শেষ ষোলো পর্বে জয়ী আট দল পাবে প্রায় ৯১ কোটি ১৭ লাখ টাকা। কোয়ার্টার ফাইনালে জয়ী চার ক্লাব পাবে ১৫৯ কোটি ৫৬ লাখ টাকা করে। সেমিফাইনালে জয়ী দুই ক্লাব পাবে ২৫৫ কোটি ৩০ লাখ টাকা করে। 

খেলার দুনিয়া | ফলো করুন :