ফেরার আগে ভক্তদের ধন্যবাদ জানালেন হামজা
জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরে খেলেছেন হামজা দেওয়ান চৌধুরি। আর তাকে ঘিরে বাংলাদেশের ফুটবল সমর্থকদের যে বাড়তি উত্তেজনা ছিল সেটা নিয়েও বেশ সচেতন তিনি। যে কারণে ইংল্যান্ডে ফেরার আগে সমর্থকদের আকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে ভুলেন নি জাতীয় দলের এই মিডফিল্ডার।
ভারতের বিপক্ষে এশিয়ান বাছাইয়ের ম্যাচ দিয়ে জাতীয় দলের দায়িত্ব শেষ করে খেলোয়াড়রা যার যার ক্লাবে ফিরবেন। আর হামজাও ফিরে যাবেন প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। যেখানে চলতি সিজনে ধারে খেলার চুক্তিতে গিয়েছিলেন তিনি। ফিরলেও অবশ্য বাংলাদেশের হয়ে খেলতে চলতি বছরের জুনে আবারো নিজের দেশে পা রাখবেন তিনি। যেখানে এশিয়ান বাছাইয়ে পরের ম্যাচে সিঙ্গাপুরের হয়ে মাঠে নামবে হামজা-জামালরা।
দেশ ছেড়ে যাওয়ার আগে মাঠে ও মাঠের বাইরে আকুণ্ঠ সমর্থনের জন্য ভক্তদের ধন্যবাদ দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেকর্ড করা এক ভিডিও বার্তায় এ বার্তা দেন হামজা। তিনি বলেন, আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত। এটা আমার কাছে অনেক কিছু,ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি জুনে আবারো ফিরে আসব। আমার জন্য দোয়া কইরেন।’
এদিতে ভারত থেকেই ফিরে ইংল্যান্ডের উদ্দেশ্যে সরাসরি ফ্লাইট ধরার কথা থাকলেও সেটা সম্ভব হয় নি। জানা গেছে ঢাকায় একদিন থেকে আজ বৃহস্পতিবার সিরেঠ হয়ে দেশ ছেড়েছেন তিনি।
এদিকে ঈদকে সামনে রেখে জাতীয় দলের অনেকেই সরাসরি ঈদের ছুটিতে নিজ নিজ বাড়ি চলে যাবেন। জাতীয় দলের প্রস্তুতির জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প থাকায় দেশের ঘরোয়া ফুটবল স্থগিত ছিল। দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।