তিন ফেডারেশনে অ্যাডহক কমিটি দিল এনএসসি
৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সর্বাঙ্গনে। বাদ যায়নি দেশের ক্রীড়াঙ্গনও। সংস্কারের উদ্দেশ্যে ফেডারেশনগুলোতে অ্যাডহক কমিটি করছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১৪ নভেম্বর নয়টি, ২৮ জানুয়ারি সাতটি, ১৯ মার্চ পাঁচটির পর আরো তিনটি ফেডারেশনের কমিটি দেওয়া হয়েছে।
আজ ২৭ মার্চ ( বৃহস্পতিবার) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ আর্চারি, খো খো ফেডারেশন ও বেসবল-সফটবল ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করেছে। যেখানে আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে অব্যাহত আছেন রাজিবউদ্দিন আহমেদ চপল। অন্য দুই ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে এসেছে পরিবর্তন।
আর্চারি ফেডারেশনে কোনো পরিবর্তন না আনার কারণ এই ফেডারেশনের অধীনে বিশ্ব দরবারে বাংলাদেশের সফলতা। আন্তর্জাতিক অঙ্গনে আর্চাররা দেশকে নিয়মিত পদক উপহার দিচ্ছেন। আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ক্রীড়াপ্রেমী মোখলেসুর রহমানকে।
অন্যদিকে খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক খেলোয়াড় কায়সার সাদিক সজীবকে। আর সভাপতি করা হয়েছে এএইচএম জিয়াউল হককে। বেসবল সফটবলে সভাপতি হয়েছেন আফজালুর রহমান বেসবল খেলোয়াড় তালহা জুবায়ের হয়েছেন সাধারণ সম্পাদক ।
এখনো পর্যন্ত ৫৫ ফেডারেশনের মধ্যে ২৪ টিতে অ্যাডহক কমিটি দেওয়া হয়েছে। বিসিবিতে সভাপতি ও পরিচালক পদে রদবদল হয়েছে। একমাত্র বাফুফেতে পূর্ণাঙ্গ কমিটির নির্বাচন হয়েছে।