নিষেধাজ্ঞায় ইরান, কেমন হবে ফিফা বিশ্বকাপ?
ঘরের মাঠ আজাদি স্টেডিয়ামে বাছাই পর্বের ম্যাচে গত মঙ্গলবার উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়ান অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ইরান। দলটি এ নিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেল। তবে সমস্যা হলে অন্য জায়গায়। যুক্তরাষ্ট্রে আয়োজিত হতে যাওয়া এ আসরে দেশটিতে ইরান ফুটবল দল প্রবেশ করতে পারবে কিনা সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছে ফুটবল বিশ্বে।
রাজনৈতিক কারণে ডোনাল্ড ট্রাম্পের গত মেয়াদে ইরানকে লাল তালিকাভুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্র। আর দেশটির নিয়মানুযায়ী লাল তালিকাভুক্ত কোনো দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশের অধিকার পান না। যে কারণে ইরানের ফুটবল দলও আসন্ন ফিফা বিশ্বকাপের মূল আসরে খেলতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কেননা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডায় আয়োজিত হতে যাচ্ছে।
অবশ্য এমন সমস্যার সমাধান আছে অনেক। ইউরোপের ফুটবলভিত্তিক গণমাধ্যম স্পোর্ট বাইবেলের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক যেহেতু মেক্সিকো ও কানাডা, তাই ইরান ও ভেনেজুয়েলার মতো ‘লাল তালিকাভুক্ত’ দেশগুলোর গ্রুপ পর্বের ম্যাচ ওই দুই দেশে আয়োজন করা যেতে পারে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইরান যেন একই গ্রুপে না পড়ে, বিশ্বকাপ ড্রয়ের আগে সেটাও ঠিকঠাক করা যেতে পারে।
এদিকে সদ্য সমাপ্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই সমস্যায় পড়তে হয়েছিল পাকিস্তানকে। নিজেরা আয়োজক হলেও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে সফর করতে হয়েছিল তাদেরকে। আসরে নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এবার যুক্তরাষ্ট্রও পাকিস্তানের মতো একই পথে হাঁটবে কিনা সেটা নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর। নাকি বিশেষ বিবেচনায় নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করে ইরানকে খেলার অনুমতি দেয় সেটাও দেখার বিষয়।
ইরান ছাড়াও যুক্তরাষ্ট্রের পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় আছে আফগানিস্তান, উত্তর কোরিয়া, ভুটান, কিউবা, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন। তবে আফগানিস্তান, উত্তর কোরিয়াকে নিয়ে ভাবতে হচ্ছে না। এই দুই দল এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ছিটকে পড়েছে তারা।