খেলার সিদ্ধান্ত মেসি নিজেই নিবেন : স্কালোনি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২১ পিএম | ২৭ মার্চ, ২০২৫

২০২২ বিশ্বকাপে কাতারে ফাইনালের রাতটা স্মরণীয় করেছিলেন তিনি! সেই লিওনেল মেসিকে ছাড়াই ব্রাজিলকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। কাতারে বিশ্বকাপ জেতার পর বিশ্বকাপের পরের আসরে মেসিকে না পাওয়া নিয়ে আলোচনা হয়েছিল তখন। আর এবার ব্রাজিলকে হারিয়ে সেই আলাপ আরেকটু জমে উঠল। তবে আর্জেন্টাইন কোচ সাফ জানিয়ে দিয়েছেন সেই সিদ্ধান্ত মেসি নিজেই নিবেন।

বিশ্বকাপ বাছাইয়ের দক্ষিণ আমেরিকা পর্বের ম্যাচে গতকাল ব্রাজিলকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে আলবিসেলেস্তারা। যেখানে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ চারজন। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী সেলেসাওদের হারিয়ে মেসিকে ছাড়াই আমরা জিততে পারি এমন বার্তা দিয়ে রেখেছে আর্জেন্টিনার অপেক্ষাকৃত তরুণ দলটি।

এদিকে পরের বিশ্বকাপে মেসি থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি বলেছেন,‘ আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে, নইলে তো এই এক বিষয় নিয়েই সারা বছর কথা বলতে হবে। তার সিদ্ধান্ত তাকেই নিতে দিতে হবে, দেখি না কী হয়। সে যখন চাইবে, তখনই সিদ্ধান্ত নেবে। এ নিয়ে তাকে পাগল করে দেওয়া উচিত হবে না। দেখা যাক কী হয়, এখনো তো অনেক সময় আছে।’

দলেল তরুণরা মেসিকে ছাড়াই খেলার সাহস করে ফেললেও দলে এখনও এলএমটেনের অনেক কিছু দেওয়ার আছে বলে মনে করেন মেসি সতীর্থরা। হুলিয়ান আলভারেজের মতে,‘মেসি থাকলে আমরা হয়ত আরও ২-৩ গোল বেশি করতাম।’ আর রদ্রিগো পল জানান,‘আমরা তখনই সবচেয়ে বেশি ভালো খেলি, যখন ১০ নম্বর খেলেন। কারণ, তিনিই সর্বকালের সেরা।’

চলতি সিজনে সুবিধা করতে পারছেন না ইন্টার মায়ামির হয়ে খেলা আর্জেন্টাইন বস। অ্যাডাক্টর ম্যাসেলের চোটের কারণে বেশ কয়েক ম্যাচে বেঞ্চেও বসে থাকতে হয়েছে থাকে।

খেলার দুনিয়া | ফলো করুন :