কেকেআরের খেলোয়াড়রা জুয়ায় আসক্ত-দাবি প্রাক্তন ক্রিকেটারের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৩৬ পিএম | ২৭ মার্চ, ২০২৫

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই টাকার ছড়াছড়ি। সাবেক ক্রিকেটাররা মুখিয়ে থাকেন এই আসরে ডাক পাওয়ার জন্য। আবার অনেকেই জাতীয় দলের খেলাও বাদ দেন এই আসরে খেলার জন্য। লাভজনক হওয়ায় এই আসরে খেলার জন্য খেলোয়াড়দের প্রতিযোগিতার পাশাপাশি সমান তালে চলে খেলাকে ঘিরে জুয়ার আসরও। এবার খেলোয়াড়দেরও জুয়ায় সম্পৃক্ত থাকা নিয়ে মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) সাবেক ক্রিকেটার রমনদীপ সিং।

আইপিএলে প্রথম ম্যাচে হার দিয়ে যাত্রা শুরু করেছে শাহরুখ খানের দল কেকেআর। এবার তাদের খেলোয়াড়কে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার রমনদীপ। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানান, কেকেআরের গেমিং রুমে একে অপরকে হারানোর জন্য বাজি ধরতেন। এমনকি বাজি ধরা হতো টাকার বিনিময়ে। অর্থাৎ গেমিং রুমে যখন দুই প্লেয়ার নিজেদের মধ্যে লড়াইয়ে নামতেন, তখন যিনি জিততেন হেরে যাওয়া খেলোয়াড়ের থেকে বাজি ধরা টাকা তার হত।

তিনি আরো জানান,‘কেউ কেউ বিস্তর টাকা কামিয়ে নেন গেম জিতে। আবার অনেকেই হেরে যান। প্রতি ম্যাচে টাকার অঙ্ক ২০-২৫ হাজার থেকে শুরু করে ১ লাখ পর্যন্ত পৌঁছে যায় বলে জানান রমনদীপ। আরও একটু এগিয়ে তিনি বলেন যে, পোকার খেলায় এই টাকার অঙ্ক ১০ লক্ষ পর্যন্ত পৌঁছে যায়। ’

রমনদীপ জানান,‘আমরা একে অপরের সঙ্গে খেলার সময় বিস্তর বাজি ধরি। কেউ কেউ অনেক টাকা হেরে যায় আবার কেউ অনেক জেতে। শ্রেয়াস ফিফা গেম ভালো খেলে। কেকেআরে বিবেক পাজি দারুণ খেলে। ওকে কেউ হারাতে পারবে না। তাই ওর সঙ্গে বাজি ধরা বোকামি। আমি তো নিচে নিচে বৈভবের সঙ্গে খেলতাম অথবা সূয়াসের সঙ্গে খেলতাম। নীতীশ পাজিও ভালো খেলে। ওর সঙ্গেও খেলতাম।’

খেলার দুনিয়া | ফলো করুন :