সখিপুরে লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৪১ পিএম | ২৭ মার্চ, ২০২৫

লাবিব গ্রুপের উদ্যোগে ঈদের পর আগামী ৬ এপ্রিল ২০২৫ রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 'লাবিব গ্রুপ প্রিমিয়ার লিগ ২০২৫' (এলপিএল)। প্রথমবারের মতো লাবিব গ্রুপ কর্তৃক আয়োজিত এই লিগে মোট ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।

অংশগ্রহণকারী দল: কাঁচা বাজার কিংস, উপজেলা রয়েলস, কালিয়ান পাড়া কিংস, এসএফসি ক্লাব, রেভেল রাইডার্স, উত্তরা কিংস, আলফা স্কোয়াড, কাকরাজান রয়েলস।

অনুষ্ঠেয় লিগকে সামনে রেখে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় ট্রফি উন্মোচন করা হয়। এতে অংশগ্রহণকারী দলের অধিনায়ক ও টিম ম্যানেজার উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন, আয়োজক কমিটির পক্ষ থেকে সভাপতি মো: মাহবুব খান, ইভেন্ট ম্যানেজার মো: আতিক উল্লাহ, কোষাধ্যক্ষ মো: ইমরান হোসাইন।

খেলার দুনিয়া | ফলো করুন :