আন্তর্জাতিক ক্রিকেট বাঁচাতে উদ্যোগ চায় ডব্লিউসিএ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:১৬ পিএম | ২৭ মার্চ, ২০২৫

ক্রিকেটারদের স্বার্থ রক্ষার তাগিদে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব প্রণয়ন করেছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। সারাবিশ্বে ঘরোয়া আসরের পরিমাণ বৃদ্ধি আন্তর্জাতিক ক্রিকেটের মান কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে বলে তাদের প্রস্তাবে উঠে এসেছে। যেখানে জস বাটলার, হিদার নাইট ও প্যাট কামিন্সের মতো ক্রিকেটার ছাড়াও ক্রিকেট প্রশাসক, মিডিয়া পার্টনার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের উন্নয়নে প্রস্তুাবকৃত এ প্রতিবেদনে বৈশ্বিকভাবে ক্রিকেট পরিচালনা আরও উন্নত করতে চার দল নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব ও আরও ন্যায়সংগত রাজস্ব বণ্টনের সুপারিশ করা হয়েছে। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিবছর চারটি সংক্ষিপ্ত মেয়াদের উইন্ডো রাখার কথা বলা হয়েছে। বাকি সময়ে টি-টোয়েন্টি লিগগুলো হবে। প্রতিবেদনে প্রস্তাবিত সমাধান হলো, এ চারটি উইন্ডোর বাইরে দীর্ঘ সময়ের কোনো আন্তর্জাতিক সিরিজ ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতাগুলোর পাশাপাশি খেলা হবে।

সেখানে আরো বলা হয়েছে ক্রিকেট অর্থনীতির প্রায় অর্ধেকই ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পরিচালিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। কিন্তু অন্য বোর্ডগুলোর সঙ্গে আইপিএলের মাত্র ০.৩ শতাংশ রাজস্ব ভাগ করে নেওয়া হয়। খেলোয়াড়দের সঙ্গে ১০ শতাংশের কম অর্থ ভাগ করা হয়। এ ভারসাম্যহীনতা নিরসনে প্রতিবেদনে রাজস্ব বণ্টনের সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করা হয়েছে। ২৪টি দেশের প্রতিটির সঙ্গে সর্বনিম্ন ২ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ রাজস্ব বণ্টনের সুপারিশ করা হয়। এর অর্থ হলো, বিসিসিআই বর্তমানে যে পরিমাণ রাজস্বের ভাগ (৩৮.৫ শতাংশ) পায়, তা কমে সর্বোচ্চ ১০ শতাংশে নেমে আসবে।

মূলত এ প্রস্তাবের মাধ্যম বিশ্ব ক্রিকেটের তিন মোড়ল ইংল্যান্ড,ভারত ও অস্টেলিয়ার প্রভাব কমানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ ক্রিকেটের মোট বৈশ্বিক রাজস্বের ৮৩ শতাংশ নিজেদের মধ্যে ভাগ করে নেয় এই দলগুলো।

খেলার দুনিয়া | ফলো করুন :