ইতিহাসের ব্যয়বহুল অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩৭ এএম | ২৮ মার্চ, ২০২৫

বিশ্ব ক্রিকেটে রয়েছে ভারতের একচ্ছত্র আধিপত্য! তবে এবার সেটাকে আরো প্রসারিত করার উদ্যোগ নিতে যাচ্ছে দেশটি। আসন্ন ২০৩৬ সালের অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকের আয়োজন করতে আগ্রহী দেশটি। ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, এরই মধ্যে আয়োজক হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়াও শুরু করেছে তারা।

অলিম্পিকের আয়োজন নিয়ে সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে হওয়া একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সেখানে উচ্চ পর্যায়ের একটি কমিটি অলিম্পিক আয়োজনের মাস্টারপ্ল্যান পেশ করেছিল। সেখানে ধাপে ধাপে আয়োজনের খরচগুলোও লেখা হয়েছে। আহমেদাবাদ ছাড়াও গান্ধীনগর, ভোপাল, গোয়া, মুম্বাই এবং পুনেতেও অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে।

এদিকে জানা গেছে যদি ভারত এই অলিম্পিক আয়োজনের দায়িত্ব পায় তাহলে এটা হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল অলিম্পিক আসর। যেখানে ব্যয় হবে সর্বোচ্চ ৬৪ হাজার কোটি ভারতীয় রুপি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক আয়োজন করতে যে অর্থ খরচ করা হবে (৪৩,৬৩৩ কোটি), তার থেকেও ২০ হাজার কোটি রুপি বেশি খরচ হতে পারে রোহিত শর্মাদের দেশে। এ অলিম্পিক আয়োজন করতে ন্যূনতম ৩৪,৭০০ কোটি ভারতীয় রুপি খরচ করা হতে পারে।

রেকর্ড পরিমাণ টাকা ব্যয় হওয়ার পেছনে কারণ আছে অবশ্য। আয়োজক কমিটির তথ্য বলছে, এখন ভারতে অলিম্পিক ক্রীড়ার যে পরিকাঠামো রয়েছে সেগুলোর উন্নয়নে ৩০ শতাংশ অর্থ খরচ করা হবে। ৬০ শতাংশ খরচ হবে নতুন পরিকাঠামো তৈরি করতে। ১০ শতাংশ খরচ হবে সাময়িক পরিকাঠামো তৈরি করতে।
আনুমানিক খরচের জন্য দু্ইটি বাজেট করা হয়েছে। একটি হল আয়োজক কমিটির বাজেট, যেখানে গেমসের সঙ্গে জড়িত যাবতীয় কাজকর্মের জন্য অর্থ খরচ হবে। সেটির পরিমাণ ১৮,৬০০ কোটি থেকে ৪১,১০০ কোটি হতে পারে। প্রতিযোগিতার আয়োজক, লোকবল, থাকার জায়গা, যাতায়াত, সাময়িক পরিকাঠামো এবং আরও কিছু কাজে এই অর্থ খরচ করা হবে।

এদিকে জানা গেছে, ২০৩৬ অলিম্পিক আয়োজন করতে ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে মেক্সিকো, ইন্দোনেশিয়া, তুরস্ক ও পোল্যান্ড। তবে এর আগে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ও ২০৩২ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবনে বসবে অলিম্পিকের আসর।

খেলার দুনিয়া | ফলো করুন :