জয়যাত্রা অব্যাহত রেখে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৫৭ এএম | ২৮ মার্চ, ২০২৫

আগেই জানিয়ে দিয়েছিল ম্যাচটি খেলতে ইচ্ছুক নয় তারা। কারণটাও বেশ পরিচিত। লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা এবার খেলোয়াড়দের একটু ফুরসত দিতে চায়। যে কারণে আন্তর্জাতিক বিরতির পরপরই ওসাসুনার বিপক্ষে ম্যাচ খেলতে আগ্রহ কিংবা প্রস্তুতি কোনোটাই ছিল না তাদের। তবে মাঠে নেমে গতকাল বৃহস্পতিবার অপ্রস্তুত ম্যাচেও জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দলটি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়াকে স্কোয়াডের বাইরে রাখায় এটা স্পষ্ট হয়ে গিয়েছিল এ ম্যাচ নিয়ে মোটেও আগ্রহী নয় বার্সা কোচ। তবে অনাগ্রহের ম্যাচে নেমেও বড় জয় তুলে নিয়েছে তারা। প্রতিপক্ষ ওসাসুনাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে লেওয়ানডফস্কিরা। দলের হয়ে গোল পেয়েছেন ফেরান তোরেস, দানি ওলমো এবং রবার্ট লেভানডফস্কি।

অবশ্য এ ম্যাচটি গত ৮ই মার্চ হওয়ার কথা থাকলে নিজেদের চিকিৎসকের মৃত্যুতে সেদিন ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল ক্লাবটি। যে কারণে সেটাকে পুনরায় সূচিবদ্ধ করা হয়। অন্য কোনো উপায় না থাকায় শেষ পর্যন্ত মাঠে নামতে হয়েছে বার্সাকে। আর মাঠে নেমেই জয় তুলে নিয়েছে দলটি। এ জয়ের পর ২৮ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৬৩ পয়েন্ট। সমান ম্যাচে দুইয়ে থাকা রিয়ালের পয়েন্ট ৬০। আর তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬।

পাশাপাশি চলতি মৌসুমে ১৯ ম্যাচ অপরাজিত আছে কাতালান জায়ান্ট ক্লাবটি। তবে গতকালকের ম্যাচে চোটে পড়েছেন দানি আলমো। এ নিয়ে কোচ হ্যান্সি ফ্লিক বলেন,‘ আমাদের ৩টি বাড়তি পয়েন্ট আছে। কিন্তু এ জন্য আমাদের দানির চোটের মতো উচ্চ মূল্য পরিশোধ করতে হয়েছে। আমরা জানি না সে কত দিন বাইরে থাকবে, যদি এটা দুই সপ্তাহের জন্য হয়, তবে অনেকগুলো ম্যাচ সে মিস করতে পারে।’

খেলার দুনিয়া | ফলো করুন :