ভারতের কোচ হতে চান যোগরাজ সিং!

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৩৪ এএম | ২৮ মার্চ, ২০২৫

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে এসেছে তার নেতৃত্বে। এমন বৈশ্বিক আসরে দলকে নেতৃত্ব দেওয়ার পরও, গতকাল ইংল্যান্ড সফরের আগে নিজেকে অধিনায়কত্ব থেকে সরিয়ে নিলেন রোহিত শর্মা। কারণ হিসেবে দেখিয়েছেন আগের বর্ডার-গাভাস্কার ট্রফিতে রান পাওয়া। রোহিতের বিকল্প খুঁজতে আগামীকাল শনিবার বোর্ড মিটিংয়ে বসতে যাচ্ছে রোহিতদের বোর্ড বিসিসিআই। তার আগেই রোহিতের পাশে দাঁড়ালেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের পিতা যোগরাজ সিং ।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, আগের সিরিজে রান পাওয়ায় রোহিতকে বাদ দেওয়া হচ্ছে। আর এটা নাকি মানতে পারছেন না যোগরাজ সিং। এ নিয়ে তিনি বলেন,‘ আমাকে ভারতের কোচ করা হলে, এই ক্রিকেটারদের ব্যবহার করেই দলটাকে আগামী কয়েক বছরের জন্য অপ্রতিরোধ্য করে দেব।’

এ সময় তিনি আরো বলেন,‘কিছু লোক সব সময় তৈরি রোহিত এবং কোহলিকে বাদ দেওয়ার জন্য। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের আমি বলব, রঞ্জি খেলো। রোহিতকে ২০ কিলোমিটার দৌড়তে বলব। রোহিত, কোহলি এক এক জন হিরো। আমি ওদের পিতার মতো পাশে থাকব।’

ক্রিকেটের বিতর্কিত বিষয়ে সবার আগে মুখ খুলেন যোগরাজ সিং। আর সংকটের সময়ও কঠোর সমালোচনাও করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের শোচনীয় হারের পর দেশটির ক্রিকেট বোর্ড নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন,‘ ওয়াসিমজি, আপনি কী করছেন? ধারাভাষ্য দিয়ে টাকা রোজগার করছেন। দেশে গিয়ে এই ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প করুন। ওদের শেখান। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে পাকিস্তানকে বিশ্বকাপ জেতাতে পারবে।’

এরপর নিজের কথা উল্লেখ করে যুবরাজের পিতা বলেছিলেন,‘আমি যাচ্ছি। আমি পাকিস্তানের কোচ হতে চাই। এক বছরের মধ্যে দলকে দাঁড় করিয়ে দেব। আপনারা শুধু দেখবেন।’

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :