ভারতের ফুটবল নিয়ে হতাশ ভাইচুং

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:১৮ এএম | ২৮ মার্চ, ২০২৫

একসময় ভারত জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দিয়েছেন। সময়ের পালাবদলে জার্সি গুছিয়ে রাখলেও এখন ভারতীয় ফুটবল ফেডারেশনের সদস্য হিসেবে কাজ করছেন ভাইচুং ভুটিয়া। বোর্ডের গত নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করা ভাইচুং খুশি নন ভারতীয় ফুটবলের বর্তমান অবস্থা নিয়ে। তার মতে একহাজার বছরেও তার দেশের ফুটবলের উন্নতি হবে না।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ড্র হওয়ায় দলের শক্তিমত্তা নিয়ে শঙ্কিত ভাইচুং। যদিও বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই মালদ্বীপকে হারিয়েছিল তারা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,‘ ভিশন ২০৪৭ খাতায়-কলমে আছে। কল্যাণ চৌবে এটা খাতায় কলমেই রেখেছে। এমন চলতে থাকলে ২০৪৭ নয়, ৩০৪৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের শুধু কথা বললে হবে না, কাজেও করে দেখাতে হবে।'

এ সময় তিনি আরো বলেন,‘ 'আমি খুবই মর্মাহত। যদিও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটিতে আছি। কিন্তু এখানে বাকি কর্মকর্তাদের পরিকল্পনা শুনলে সত্যি খুব ভয় করে। আমাদের এমন লোকজন প্রয়োজন যারা কাজের প্রতি দায়বদ্ধ। দেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন লোক প্রয়োজন।'

দেশীয় খেলোয়াড়দের বিদেশের খেলার পরামর্শ দিয়ে তিনি বলেন,‘ তিনি নিজে একসময় বিদেশে ফুটবল খেলেছেন। ভাইচুং বলেন, 'ভারতের বাইরে গিয়ে খেলতে হবে। এখানে খেলতে অভ্যস্ত হয়ে গেছে ফুটবলাররা। অন্য দেশের তুলনায় ভালো টাকাও পাচ্ছে। কিন্তু আমাদের দেশের ফুটবলারদের বিদেশে যেতে হবে। টাকার কথা ভাবলে চলবে না। সেখানে গিয়ে শিখতে হবে। এমন দেশে যেতে হবে, যারা ভারতের চেয়ে এগিয়ে। সেখানে গিয়ে শিখে ফিরে এসো। তরুণদের বিশেষ করে এই চেষ্টা করতে হবে।'

দেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে তৃণমূল পর্যায়ে কাজ করার কথা জানা তিনি। যেখানে নিয়মিতভাবে ও ধারাবাহিকতা রক্ষারও প্রয়োজন আছে বলে মনে করছেন ভাইচুং।

 

খেলার দুনিয়া | ফলো করুন :