চুক্তিতে অবনমন হচ্ছে না বিরাট রোহিতদের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৬ পিএম | ২৮ মার্চ, ২০২৫

আগামী কয়েক দিনের মধ্যে কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। চুক্তি চূড়ান্ত করা নিয়ে আগামী শনিবার একটি বৈঠক আয়োজন করতে চলেছে বিসিসিআই। যেখানে বোর্ড প্রধান দেবজিৎ সাইকিয়া এবং ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর উপস্থিত থাকবেন। যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজারা।

সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে ভারতের ওয়ানডে এবং টেস্ট অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কেন্দ্রীয় চুক্তির এ+ ক্যাটাগরিতে স্থান পাবেন যা কেন্দ্রীয় চুক্তির মধ্যে সর্বোচ্চ স্তর। সেখানে এই তিন জনের পাশাপাশি চোটে পড়া পেসার জাসপ্রীত বুমরাহকে দেখা যেতে পারে।

অবশ্য বিরাট-রোহিতদের এ+ ক্যাটাগরিতে জায়গা পাওয়া নিয়ে বেশি আলোচনা হচ্ছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে। কারণ বোর্ডের নিয়মানুযায়ী যে-সব খেলোয়াড় তিন ফরম্যাটেই খেলে তারাই ওই ক্যাটাগরিতে থাকতে পারবে। ২০২৪ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ওই ফরম্যাট থেকে অবসর নেওয়ায় বর্তমানে বাকি দুটি ফরম্যাটে খেলছেন তারা।

জোনা গেছে এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে পারেন শ্রেয়াস আইয়ার। ঘরোয়া ক্রিকেট না খেলায় ২০২৩-২৪ মৌসুমে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন তিনি। তার সঙ্গে বাদ পড়েছিলেন উইকেটকিপার ঈশান কিশানও। তবে এবারও তার অন্তর্ভুক্তি নিয়ে সন্দেহ রয়েছে। আইয়ার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের শীর্ষ রান সংগ্রাহক ছিলেন এবং বর্তমানে আইপিএলে পাঞ্জাব কিংসের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

এদিকে বা-হাঁতি স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল, যিনি ভারতের টি টোয়েন্টি দলের সহ-অধিনায়ক, তাকে বি থেকে এ ক্যাটাগরিতে তে আনা হতে পারে। আর প্রথমবারের মতো 'মিস্ট্রি স্পিনার' বরুণ চক্রবর্তী, অলরাউন্ডার নিতিশ কুমার এবং অভিষেক শর্মা কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে চলেছেন।ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী এ+ ক্যাটাগরির খেলোয়াড়দের ফি ৭ কোটি টাকা। আর এ ক্যাটাগরির খেলোয়াড়দের ফি ৫ কোটি টাকা, এবং গ্রেড বি এবং সি’তে যথাক্রমে ৩ কোটি এবং ১ কোটি টাকা করে দেওয়া হয়।


কোনো খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তি তালিকায় অন্তর্ভুক্ত হতে হলে, তাকে নির্দিষ্ট বছরে বছরে তিনটি টেস্ট, আটটি ওয়ানডে বা দশটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।

 

খেলার দুনিয়া | ফলো করুন :