ওয়ানডে সিরিজ খেলতে রাতে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল
এশিয়া কাপ থেকে দেশে ফিরতে না ফিরতেই আবারও মাঠে নেমে পড়তে হবে বাংলাদেশকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আজ রাতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের একাংশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০.২০ মিনিটে ঢাকায় পা রাখবে তারা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার এখন ইংল্যান্ডে রয়েছেন। শুক্রবার লর্ডসে শেষ হয়েছে ইংলিশদের বিপক্ষে কিউইদের চার ম্যাচের ওয়ানডে সিরিজ। সে সিরিজ অংশ নেয়া দলটির বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায়।
বিশ্বকাপের আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অংশ নেবে নিউজিল্যান্ড। বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশ সফর করবে কিউইরা।
বিশ্বকাপের আগে খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশ সফর করছে নিউজিল্যান্ড। এই সফরে কিউইদের ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন লকি ফার্গুসন। আগামী ২১. ২৩ ও ২৬ সেপ্টেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে দল: লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র ফিন অ্যালেন, কাইল জেমিসন, চ্যাড বোজ, উইল ইয়াং, টম ব্লান্ডেল, ব্লেয়ার টিকনার, ডিন ফক্সক্রফট, হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডেন ক্লিভার, অ্যাডাম মিলনে, ইশ সোধি।