আইপিএলে বাজিমাত শার্দুল ঠাকুরের
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে দল না পাওয়ায় আক্ষেপ ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার শার্দুল ঠাকুরের। তবে আসরের শুরুর দিকে এসে নিজেদের প্রথম ম্যাচের দুই দিন আগে ভিত্তিমূল্য দিয়ে তাকে দলে ভেড়ায় লখনৌ সুপার জায়ান্ট। আর তারই প্রতিদান দিয়েছেন শার্দুল। ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে আইপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তকমা পেয়েছেন তিনি।
আইপিএলে গতকালকের ম্যাচে রান দুর্গ খ্যাত সানরাইজার্স হায়দ্রাবাদকে থামানোর বড় অস্ত্র ছিলেন শার্দুল। তার দুর্দান্ত বোলিংয়ের তোপের মুখে পড়ে বিধ্বস্ত হয়ে পড়ে হায়দ্বাবাদ শিবির। তাতে মাত্র ১৯০ রান করেন থামে দলটি। সে ম্যাচে বল হাতে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলেছেন শার্দুল। এবার জানা গেল আইপিএলে দল না পেয়ে কি করেছিলেন তিনি।
গতকাল ৫ উইকেটে ম্যাচ জেতার পর তিনি বলেন,‘নিলামটা একটা খারাপ দিন ছিল, কেউ আমাকে কেনেনি। কিন্তু ক্রিকেটে এটা হতেই পারে। তারপর এলএসজি থেকেই প্রথম আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। জাহির খানের প্রস্তাবটা আমাকে নিতেই হত।’
জানা গেছে নিলামে দল না পাওয়া অলরাউন্ডারের সঙ্গে আগে থেকেই যোগাযোগ রেখেছিল এলএসজি ম্যানেজমেন্ট। নেট বোলার হিসেবে তাকে ডাকেন জাহির। অনুশীলনের সময়ও শার্দূলের দিকে আলাদা করে নজর রেখেছিলেন লখনৌ মেন্টর। পরে যখন চোটের কারণে মহসিন খান দল থেকে ছিটকে গেলেন তখন মহসিনের জায়গা তাকে দলে ভেড়াল দলটি।
আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুই ওভার বল করে দুই উইকেট পেয়েছিলেন শার্দুল। আর হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো ঈশান কিষান এবং অভিষেক শর্মার উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ৩৩ বছর বয়সী এ বোলার।