হাসপাতাল থেকে বাসায় তামিম

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১৪ পিএম | ২৮ মার্চ, ২০২৫

২৪ মার্চ মোহামেডানের জার্সিতে ব্যাট হাতে নামার কথা ছিল তামিম ইকবালের। অধিনায়ক হিসেবে টসেও অংশগ্রহণ করেছিলেন। তবে এরপরই অসুস্থ হয়ে যেতে হয় হাসপাতালে। টানা চার দিন পর হাসপাতালে থেকে আজ ছাড়া পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।  

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ শুক্রবার দুপুরে বাসার উদ্দেশ্যে হাসপাতাল ছেড়েছেন তামিম। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একজন চিকিৎসক। আপাতত বড় কোনো ঝুঁকি না থাকলেও তাকে লম্বা সময় থাকতে হবে বিশ্রামে এবং বাসায় বসেও চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। 

তামিমের বর্তমান অবস্থা নিয়ে চিকিৎসক বলেন, 'বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে গেছেন। পরবর্তী চিকিৎসার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে।'

প্রসঙ্গত, গত সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বুকে ব্যথা অনুভব করেন তামিম। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার প্রস্তুতি নিলেও তার শারীরিক অবস্থা অনুকূলে ছিল না। তাই তাকে কেপিজি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টে ব্লক ধরা পরলে রিং বসানো হয়। পরদিন সন্ধ্যায় তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়। সেখানে পর্যবেক্ষণে থাকায় পর আজ ছাড়া পেয়েছেন তামিম।

খেলার দুনিয়া | ফলো করুন :