‘নিজেকে’ দেখে চমকে গেলেন এমবাপে!
মনে করুন আপনার সামনে দাঁড়িয়ে আছেন কিলিয়ান এমবাপে সাদৃশ্য একজন। আপনি কী করবেন? নিশ্চয়ই আগে গিয়ে তাকে জড়িয়ে ধরবেন! আর এমবাপে সমর্থক হলে তো আর কথায় নেই। মুহূর্তেই হুলস্থুল কাণ্ড ঘটিয়ে বসবেন হয়ত। তবে না, আপনাকে এবার থামতে হবে!! কারণ আপনার সামনে দাঁড়িয়ে থাকা এমবাপে সদৃশ লোকটি এমবাপে নন। বরং মোমের তৈরি একটি রেপ্লিকা। যা প্রথম দেখায় যে কেউ এমবাপে বলে ভুল করবেন। এমনকি নিজের মূর্তি দেখে নিজেই অভিভূত হয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও!
লন্ডনের মাদাম তুসো জাদুঘরে বিশ্বের বিখ্যাত সব ব্যক্তিদের মোমের মূর্তি স্থান পেয়ে থাকে। সেখানের জন্য তৈরি করা হয়েছে এমবাপের মূর্তি। জানা গেছে, আগামী ২০ এপ্রিল ইস্টার সানডে থেকে ফরাসি তারকার মোমের মূর্তি প্রদর্শনী হবে মাদাম তুসোয়। আর মূর্তিটি দেখতে গিয়েছিলেন এমবাপে নিজেই।
গতকাল প্রচারিত এক ভিডিও বার্তায় দেখা যায় মূর্তিটি দেখে এমবাপে বলছেন, ‘(ফ্রান্সের) নতুন জার্সি… এমনকি নতুন বুট। এটাই আমি… দ্যাটস মি, অসাধারণ হ্যান্ডসাম! ও মাই গড, আপনারা সবকিছুই দারুণভাবে করেছেন…পারফেক্ট… ইটস রিয়েলি রিয়েলি ফান…ইয়েস, দ্যাটস মি… নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।’
২৬ বছর বয়সী এ তারকা খেলোয়াড় আরো বলেন, ‘আমার জন্য বড় একটি অর্জন এটি। এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশাল এই মাদাম তুসো পরিবারের অংশ হতে পারা বড় সম্মানের। সত্যিই খুব খুশি আমি, এটি দেখে আরও ভালো লাগছে। সত্যিই দুর্দান্ত। এখানে থাকতে পেরে আমি গর্বিত। আমার জন্য বড় এক দিন।’