নিষিদ্ধ হতে পারেন রিয়ালের ৪ ফুটবলার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:০৮ পিএম | ২৮ মার্চ, ২০২৫

রিয়াল মাদ্রিদ ও আতলেটিকো মাদ্রিদের লড়াই মানেই বাড়তি উত্তেজনা। যে উত্তেজনা দর্শকদের মাঝে তো থাকেই, তার থেকে কয়েকগুণ বেশি থাকে মাঠের খেলোয়াড়দের মধ্যে। যার কারণে ম্যাচ শেষে খেলোয়াড়দের নিজেদের উদযাপনের উপর থাকে না কোনো নিয়ন্ত্রণ।

গত ১২ মার্চ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ এর ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে আতলেটিকোকে হারিয়েছিল মাদ্রিদ। সে ম্যাচে বুনো উদযাপনে মেতে এবার উয়েফার তদন্তের মুখোমুখি রিয়ালের চার ফুটবলার। শৃঙ্খলা ভঙ্গের কারণে অভিযোগ ওঠা এই ফুটবলাররা হচ্ছেন কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র, অ্যান্তোনিও রুডিগার ও দানি সেবাইয়োস।

দুই লেগ মিলিয়ে ২-২ তে সমতার পর পেনাল্টি শ্যুটআউটে জয়ের পর গ্যালারির সামনে গিয়ে রিয়ালের পুরো দল বুনো উদযাপনে মাতে। এমবাপে ঊরুতে হাত রেখে এবং রুডিগার ছুরি দিয়ে গলায় ধরার মতো ভঙ্গি করেন। আর তাতেই রিয়ালের ফুটবলাদের বিপক্ষে অভিযোগ এনেছিল আতলেটিকো ক্লাব। তারই পরিপ্রেক্ষিতে এবার তদন্তের মুখোমুখি হতে হচ্ছে এমবাপেদের। 

এর আগে গত মৌসুমে শেষ ষোলোর লড়াইয়ে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারানোর পর এমন উদযাপন করেছিলেন রিয়াল তারকা জ্যুড বেলিংহাম। যার জন্য এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে ৩০ হাজার ইউরো জরিমানা করে উয়েফা। 

খেলার দুনিয়া | ফলো করুন :