কিউইদের লজ্জার রেকর্ডের ৭০ বছর

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৩১ পিএম | ২৮ মার্চ, ২০২৫

নানা উত্থান-পতন পার হয়ে নিউজিল্যান্ড ক্রিকেট দল পরিণত হয়েছে পরাক্রমশালী হিসেবে। ২০১৫ ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ফাইনালে খেলেছে দলটি। সর্বশেষ আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফাইনালে খেলেছে তারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও জিতেছে দলটি। 

তবে ২৮ মার্চ দিনটা আসলে মনে পড়ে যায় নিউজিল্যান্ডের ক্রিকেটের এক কালো অধ্যায়। যে অধ্যায় ভুলে যেতে চায় কিউইরা। তবে ৭০ বছর পরেও তা থেকে মুক্তি মেলেনি কেন উইলিয়ামসনদের। এর মধ্যে বদলে গেছে ক্রিকেটের অনেক কিছু, ভেঙেছে অনেক অবিশ্বাস্য রেকর্ড। তবে ভাঙেনি কেবল টেস্ট ক্রিকেটে ৭০ বছর আগের করা নিউজিল্যান্ডের এক লজ্জার রেকর্ড। 

১৯৫৫ সালের ২৮ মার্চের ঘটনা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছিল নিউজিল্যান্ড। সে ইনিংসে মাত্র ২৬ রানেই গুটিয়ে গিয়েছিল কিউইরা। যেটা টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখনো পর্যন্ত দলীয় সর্বনিম্ন স্কোর। 

নিউজিল্যান্ডের এমন লজ্জার রেকর্ডের পর ৭০ বছরে খেলা হয়েছে ২২০০ টেস্ট। দলগুলো সবমিলিয়ে ব্যাটিং করেছে ৭৮৫৫ ইনিংস। তবুও কেউই সেই লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিতে পারেনি কিউইদের। নিউজিল্যান্ডের পরে টেস্টে দলীয় সর্বনিম্ন স্কোর ভারতের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই অ্যাডিলেডে এই লজ্জার রেকর্ড গড়েছিল তারা।

খেলার দুনিয়া | ফলো করুন :