ধর্ষণের অভিযোগ থেকে মুক্ত ব্রাজিলের আলভেজ
২০২২ সালের ৩১ ডিসেম্বর ব্রাজিল তারকা ডানি আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন স্পেনের এক তরুণী। যার কারণে তাকে চার বছরের কারাদন্ড দিয়েছিল আদালত। শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ। অবশেষে তার দাবিই সত্যি হলো। আজ শুক্রবার মামলাটি থেকে খালাস পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই রাইটব্যাক।
মামলাটি সম্পর্কে কাতালুনিয়ার সর্বোচ্চ আদালত জানিয়েছে যে আলভেজের বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায়ে ‘অসঙ্গতি ও সাংঘর্ষিক তথ্য’ আছে। ভুক্তভোগী তরুণীর সাক্ষ্য যথেষ্ট নয় বলেও জানিয়েছে তারা। আর তাতেই নির্দোষ প্রমাণিত হয়েছেন সাবেক বার্সেলোনা তারকা।
এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আলভেজের বিরুদ্ধে রায় দেয় কাতালুনিয়ার একটি নিম্ন আদালত। পরের মাসেই তিনি আপিল করে ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন পান কারাগার থেকে। তিন দিনের শুনানি শেষে আজ নতুন করে রায় দিয়েছেন আপিল বিভাগ। যেখানে ওই তরুণীর সাক্ষ্যে ঘাটতি আছে বলে দাবি করা হয়।
বার্সেলোনার হয়ে ৪১০ ম্যাচে মাঠে নেমেছেন আলভেজ। ২৩ গোলের পাশাপাশি করেছেন ৭৩ টি অ্যাসিস্ট। জিতেছেন লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ। ব্রাজিলের হয়ে ১২৬ ম্যাচে করেছেন ৮ গোল।