সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নাফিস ইকবালের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:০৬ পিএম | ২৮ মার্চ, ২০২৫

গত ২৪ মার্চ মোহামেডানের জার্সিতে ব্যাট হাতে নামার কথা ছিল তামিম ইকবালের। অধিনায়ক হিসেবে টসেও অংশগ্রহণ করেছিলেন। তবে এরপরই অসুস্থ হয়ে যেতে হয় হাসপাতালে। টানা চার দিন পর হাসপাতালে থেকে আজ ছাড়া পেয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ শুক্রবার দুপুরে বাসায় পৌঁছেছেন তিনি। 

অসুস্থ হওয়ার পর তামিমকে ঢাকায় আনার পরিকল্পনা থাকলেও হাতে সময় ছিল না। তাকে নেওয়া হয়েছিল নিকটস্থ কেপিজি হাসপাতালে। সেখানে হার্টে ব্লক ধরা পড়লে পরানো হয় রিং। শারীরিক অবস্থার একটু উন্নতি ঘটলে তাকে পরের দিন আনা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। পর্যবেক্ষণ শেষে ডাক্তারদের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়েছে। 

তামিমের এমন অসুস্থতায় সার্বক্ষণিক তার পাশে ছিলেন তার একমাত্র বড় ভাই নাফিস ইকবাল। ছোট ভাই তামিমকে বাসায় নিয়ে যাওয়ার পর নিজের ফেসবুক পেজে সৃষ্টিকর্তা সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার। 

সকালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাফিস লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের প্রার্থনায় তামিম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এই কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়ানো তার সকল শুভাকাঙ্ক্ষী, বিসিবি, আমাদের পরিবার, চিকিৎসক এবং বন্ধুদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের অকুণ্ঠ সমর্থন এবং প্রার্থনা আমাদের কাছে পৃথিবীকে অর্থবহ করে তুলেছে। সেখানে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

খেলার দুনিয়া | ফলো করুন :