ব্রাজিলের কোচ হওয়া নিয়ে মুখ খুললেন আনচেলত্তি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৫৬ পিএম | ২৮ মার্চ, ২০২৫

সাম্প্রতিক সময়ে নিজেদের মেলে ধরতে পারছেনা ব্রাজিল দল। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাদের নামের প্রতি সুবিচার করতে পারছেনা দলটি। টানা কয়েক বিশ্বকাপে ব্যর্থতার পর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও লাতিন আমেরিকা থেকে আছে পয়েন্ট টেবিলের চারে। 

ব্রাজিল যেখানে এখনো নিজেদের খুঁজে পেতে মরিয়া, সেখানে রীতিমতো উড়ছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। শেষ ৫ ম্যাচে মেসিদের বিপক্ষে জয়হীন তারা। গত ২৬ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হেরেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। এরপরই দলটির কোচ বদলের গুঞ্জন উঠেছে। দরিভাল জুনিয়রের জায়গায় কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তবে তার সঙ্গে নাকি এখনো যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছেন ইতালিয়ান এই মাস্টারমাইন্ড। 

ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কি ভাবছেন এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘আমি ব্রাজিলের প্রশংসা করি। কিন্তু তাদের কেউ এখন পর্যন্ত যোগাযোগ করেনি, ফেডারেশন কিংবা আমি নিজেও কথা বলিনি কারও সঙ্গে। আমার পুরো মনোযোগই এখন রিয়াল মাদ্রিদের প্রতি। আমাদের গুরুত্বপূর্ণ লক্ষ্য আছে এখানে।’তবে ব্রাজিলের সমর্থক ও খেলোয়াড়দের জন্য তার একটা আলাদা টান আছে বলেও উল্লেখ করেন আনচেলত্তি। 

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের পরবর্তী লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ। দরিভাল জুনিয়রের হাত ধরে পরিবর্তনের আশা থাকলেও তা পূরণ হচ্ছে না। তার অধীনে সবমিলিয়ে ১৬টি ম্যাচ খেলেছে ব্রাজিল, যেখানে তাদের জয় মাত্র ৭টিতে। যদিও হেরেছে মাত্র ২ টি। আর বাকি ৭ ম্যাচ ড্র হয়েছে। 

খেলার দুনিয়া | ফলো করুন :