বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দরিভাল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৪৬ পিএম | ২৮ মার্চ, ২০২৫

ফুটবলে ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পরেই ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের শেষ দেখে ফেলেছিলেন অনেক। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। দরিভালকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। 

গত বছরের জানুয়ারিতে দলের দায়িত্ব নিয়েছিলেন দরিভাল। প্রত্যাশা ছিল তার ছোঁয়ায় ঘুরে দাঁড়াবে ব্রাজিল। তবে প্রত্যাশা পূরণ হয়নি। ব্রাজিলের হয়ে ১৬ ম্যাচে দলের কোচ হিসেবে ছিলেন। তার মধ্যে ৭ জয় ও ৭ ড্র এর পাশাপাশি আছে ২ হার। তবে আর্জেন্টিনার বিপক্ষে দলের এমন অসহায় আত্মসমর্পনের পরেই চাপের মুখে পড়েছেন তিনি। 

পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল গত কয়েক বছর ধরেই বিশ্ব ফুটবলে অনেকটা মলিন। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলের চারে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। 

দরিভালের পরে কে কোচ হবে তা নিয়ে এখনও কিছু জানায়নি ব্রাজিল ফুটবল। তবে গুঞ্জন উঠেছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে পাওয়ার চেষ্টা করছে ব্রাজিল। যদিও ব্রাজিলের কারো সঙ্গে এ বিষয়ে কথা হয়নি বলে জানিয়েছেন রিয়াল কোচ। 

খেলার দুনিয়া | ফলো করুন :