ক্লাব ফুটবলেও দুরন্ত হামজা

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:৫৯ এএম | ২৯ মার্চ, ২০২৫

ম্যানচেস্টার থেকে সিলেট, সেখান থেকে ঢাকা, তারপর ভারতের শিলং—এভাবেই হামজা চৌধুরীর আন্তর্জাতিক ফুটবল যাত্রা শুরু হয়। ভারতের বিপক্ষে অভিষেকের পর তিনি ফিরে যান ম্যানচেস্টারে। আন্তর্জাতিক বিরতির পরপরই আবারও মাঠে নামেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে। এত ভ্রমণ, ক্লান্তি—কিন্তু পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই। কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচে তিনি প্রমাণ করেছেন কেন তিনি শেফিল্ড ইউনাইটেডের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়।

গোল কিংবা অ্যাসিস্ট না করেও হামজা ছিলেন ম্যাচের অন্যতম সেরা পারফর্মার। ৮৯ মিনিট মাঠে থেকে তিনি ৪৮ বার বলে টাচ করেন, ৩১ পাসের মধ্যে ২৫টি নিখুঁতভাবে সম্পন্ন করেন। ডুয়েল জিতেছেন ২টি, বিপজ্জনক পাস আটকিয়েছেন ৪ বার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, পুরো ম্যাচে কোনো প্রতিপক্ষ খেলোয়াড় তাকে পরাস্ত করতে পারেনি।

হামজার খেলার ধরন ছিল আগ্রাসী। একটি নিখুঁত শটও নিয়েছিলেন, তবে কভেন্ট্রির গোলরক্ষকের অসাধারণ সেভ তার গোল পাওয়ার সম্ভাবনা নষ্ট করে দেয়। তবে তার দল শেফিল্ড ইউনাইটেড ম্যাচে জয় পেতে কোনো সমস্যা হয়নি। তারা ৩-১ গোলের সহজ জয় পেয়েছে। গুস্তাভো হ্যামার, টেরিস ক্যাম্পবেল এবং রিয়ান ব্রুস্টারের গোল শেফিল্ডকে জয়ের পথে এগিয়ে নেয়। হামজাকে উঠিয়ে নেয়ার পর কভেন্ট্রি একটি গোল পরিশোধ করলেও সেটি কেবল ব্যবধান কমানোতেই ভূমিকা রেখেছে।

এই জয়ের ফলে শেফিল্ড ইউনাইটেড ইংলিশ চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে উঠে এসেছে। ৩৯ ম্যাচে তাদের পয়েন্ট ৮৩। তবে লিডস ইউনাইটেড নিজেদের ম্যাচে জয় পেলেই তারা আবার শীর্ষে উঠে আসবে। তবে হামজার পারফরম্যান্স যে শেফিল্ড ইউনাইটেডের জন্য অমূল্য তা বলার অপেক্ষা রাখে না।

খেলার দুনিয়া | ফলো করুন :