নিউজিল্যান্ডকে জেতালেন চ্যাপম্যান-আব্বাস

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:০৮ পিএম | ২৯ মার্চ, ২০২৫

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডেতেও পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্স দেখালো নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৭৩ রানের বড় জয় তুলে নিয়েছে কিউইরা। নেপিয়ারে আজ দলের বিপর্যয়ের মধ্যে দুর্দান্ত সেঞ্চুরি উপহার দেন মার্ক চ্যাপম্যান। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ড্যারিল মিচেল ও অভিষিক্ত মুহাম্মাদ আব্বাস।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার ওয়ানডেতে জ্বলে উঠলেন মার্ক চ্যাপম্যান। ১১১ বলে ১৩২ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন তিনি। মিচেলের ব্যাট থেকে আসে ৮৪ বলে ৭৬ রান।

অভিষেকেই বাজিমাত করেছেন মুহাম্মাদ আব্বাস। ২৬ বলে ৫২ রান করে ওয়ানডে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন তিনি। ৫০ ওভারে নিউজিল্যান্ড সংগ্রহ করে ৩৪৪ রান।

৩৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ৮৩ রান তোলেন উসমান খান (৩৯) ও আব্দুল্লাহ শফিক (৩৬)। এরপর বাবর আজম (৭৮) ও সালমান আলি আগা (৫৮) কিছুটা প্রতিরোধ গড়লেও সেটা যথেষ্ট ছিল না।

শেষ ৭ উইকেট মাত্র ২২ রানে হারিয়ে ধসে পড়ে পাকিস্তান। শেষ ৬ ব্যাটসম্যান মিলে করতে পারেন মাত্র ৩ রান! ন্যাথান স্মিথ ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ধস নামান।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩৪৪/৯ (চ্যাপম্যান ১৩২, মিচেল ৭৬, আব্বাস ৫২; আকিফ ২/৫৫, রউফ ২/৩৮)
পাকিস্তান: ৪৪.১ ওভারে ২৭১/১০ (বাবর ৭৮, সালমান ৫৮, উসমান ৩৯; স্মিথ ৪/৬০, ডাফি ২/৫৭)
ফল: নিউজিল্যান্ড ৭৩ রানে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ১-০ ব্যবধানে এগিয়ে।
ম্যাচসেরা: মার্ক চ্যাপম্যান।

খেলার দুনিয়া | ফলো করুন :