কে হচ্ছেন বাংলাদেশের পেস বোলিং কোচ?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:১২ পিএম | ২৯ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামসের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়া অ্যাডামসের সঙ্গে বিসিবির চুক্তির এক বছর বাকি থাকতেই নতুন কোচ খুঁজতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগ সূত্রে জানা গেছে, বোর্ড অ্যাডামসের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয়। ফলে তারা বিকল্প কোচ খুঁজতে শুরু করেছে। এই তালিকায় রয়েছে কয়েকজন আন্তর্জাতিক মানের কোচ, যার মধ্যে পাকিস্তানের সাবেক তারকা পেসার উমর গুল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী পেসার শন টেইট এবং বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অন্যতম।

পাকিস্তানের সাবেক পেসার উমর গুল ইতোমধ্যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ ও পাকিস্তান জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় বিসিবি। অন্যদিকে, শন টেইটও একজন সম্ভাব্য প্রার্থী, যিনি কিছুদিন আগে বিপিএলের চিটাগং কিংসের প্রধান কোচ ছিলেন।

২০২২ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অ্যালান ডোনাল্ডের অধীনে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদের পারফরম্যান্স উন্নত হয়েছিল। তবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দলের বোলিং ইউনিট প্রত্যাশিত পারফরম্যান্স না করায় সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড। বিশ্বকাপের পর তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেন। শোনা যাচ্ছে, বিসিবি আবারও তার সঙ্গে যোগাযোগ করেছে।

পেস বোলিং কোচ বদলের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে বিসিবি শিগগিরই নতুন কোচ চূড়ান্ত করতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা বেশি।

এখন দেখার বিষয়, বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে উমর গুল, শন টেইট নাকি পুরনো কোচ অ্যালান ডোনাল্ডকে ফিরিয়ে আনে বিসিবি।

খেলার দুনিয়া | ফলো করুন :