ধোনি এখন নাম্বার ওয়ান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:০০ পিএম | ২৯ মার্চ, ২০২৫

বয়সকে নিছকই একটা সংখ্যা বানিয়ে উড়ে চলছেন মহেন্দ্র সিং ধোনি। এবার তিনি পা রাখলেন নতুন উচ্চতায়। আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখন তার দখলে। এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন সুরেশ রায়না। শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেই রায়নাকে টপকে যান ধোনি। যদিও ম্যাচটি হেরে গেছে চেন্নাই, তবে ধোনির নতুন উচ্চতায় ওঠার গল্প এখন ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু।

চেন্নাইয়ের হয়ে ২৩৬টি ম্যাচে ৪৬৯৯ রান করেছেন ধোনি। সুরেশ রায়না ১৭৮ ম্যাচে ৪৬৮৭ রান করেছিলেন। এতদিন ধরে এই রেকর্ড ছিল তার দখলে। ধোনির পর চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় আছেন ফ্যাফ ডু প্লেসিস, রুতুরাজ গায়কোয়াড় এবং রবীন্দ্র জাডেজা।

২০০৮ সাল থেকে চেন্নাইয়ের হয়ে খেলছেন ধোনি। মাঝে দুই বছরের জন্য দল নিষেধাজ্ঞায় থাকায় তিনি রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়েও খেলেছিলেন। চেন্নাইয়ের হয়ে ২২টি অর্ধশতক করেছেন তিনি। তার ব্যাটিং গড় ৪০.৫০, স্ট্রাইক রেট ১৩৯.৪৩।

রেকর্ড গড়ার দিন অবশ্য চেন্নাইকে জয়ের মুখ দেখাতে পারেননি ধোনি। প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ১৯৬ রান তোলে। সেই রান তাড়া করতে নেমে চেন্নাই থেমে যায় ১৪৬ রানে। ধোনি ৯ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন, যখন ম্যাচ প্রায় হারের মুখে। তবে তিনি ১৬ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

৪৩ বছর বয়স পেরিয়েও ধোনির ব্যাটে এখনো ঝড় ওঠে। কবে বিদায় নেবেন, সেটি কেউ জানে না।

খেলার দুনিয়া | ফলো করুন :