পিছিয়ে গেল মেসি-ইয়ামালদের লড়াই
চলতি বছরের মাঝামাঝি হওয়ার কথা ছিল বহুপ্রতীক্ষিত ফিনালিসিমা। কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের লড়াই দেখার জন্য ফুটবলপ্রেমীরা মুখিয়ে থাকলেও আপাতত সেই অপেক্ষা দীর্ঘায়িত হতে চলেছে। সূচির জটিলতার কারণে ম্যাচটি ২০২৬ সালের মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।
আর্জেন্টিনা ও স্পেন দুই দলই ব্যস্ত সময় পার করছে। আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে, আর স্পেনের সামনে রয়েছে উয়েফা নেশন্স লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। বিশেষ করে স্পেনের ঠাসা সূচির কারণেই ম্যাচটি পিছিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আর্জেন্টিনার ক্ষেত্রে অবশ্য এমন কোনো সমস্যা নেই, কারণ সেপ্টেম্বরের পর তাদের আর কোনো বাছাইপর্বের খেলা নেই।
সূত্রের খবর অনুযায়ী, ফিনালিসিমা এবার যুক্তরাষ্ট্রে আয়োজন করা হতে পারে। ২০২২ সালে ইতালির বিপক্ষে লন্ডনের ওয়েম্বলিতে ফিনালিসিমায় অংশ নিয়েছিল আর্জেন্টিনা এবং ম্যাচটি জিতে নিয়েছিল ৩-০ ব্যবধানে। এবার কনমেবল ও উয়েফা চাইছে ইউরোপের বাইরে ম্যাচটি আয়োজন করতে।
আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা ও স্পেন এখন পর্যন্ত ১৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে। দুই দলই সমান ৬টি করে ম্যাচ জিতেছে, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। ফলে তাদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বরাবরই সমানে-সমান। তবে নতুন প্রজন্মের লামিন ইয়ামাল ও অভিজ্ঞ লিওনেল মেসির লড়াই দেখতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।