দুর্ঘটনায় আহত আম্পায়ার জেসি
এবারের লিজেন্ডস লিগ ক্রিকেটে আম্পায়ারিং করছেন বাংলাদেশি আম্পায়ার সাথিরা জাকির জেসি। দারুণ আম্পায়ারিং করে বেশ প্রশংসাও কুড়িয়েছেন তিনি। তবে এবার তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। বড় কিছু না হলেও তাকে পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত ডাক্তার।
লিজেন্ডস লিগের এবারের আসরে এ পর্যন্ত চারটি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেসি। এর ভেতর দ্বিতীয় ম্যাচে গুজরাট জায়ান্টসের মুখোমুখি হয়েছিল ভিলাওয়ারা কিংস। সে ম্যাচে ক্রিস গেইলের বিপক্ষে যাওয়া এক নির্ভুল এলবিডব্লিউর সিদ্ধান্ত দিয়ে সাম্যাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিতও হয়েছিলেন তিনি।
তবে এবার তার ভাগ্যটা সুপ্রসন্ন হলো না। বড় দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। গতকাল ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি জানিয়েছেন এই খবর।
তিনি লিখেছেন, ‘লিজেন্ডস লিগের আম্পায়াররা বড় দুর্ঘটনার মুখে পড়েছেন। আমার যদিও বড় কিছু হয়নি। তবে মাথায় ব্যথা পেয়েছি। তাই আমাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পর ফেসবুক থেকে সরিয়েও নিয়েছেন জেসি।