মেসির জাদুকরী প্রত্যাবর্তন
দুই সপ্তাহ ছিলেন মাঠের বাইরে, ফিরেই নিজের জাদু ছড়িয়ে দিলেন লিওনেল মেসি। বাংলাদেশ সময় রোববার ভোরে ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে দেখালেন কেন তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন মেসি। তবে ফিরে এসেই নিজের উপস্থিতি জানান দিলেন। ম্যাচের ৫৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পর মাত্র দুই মিনিটের ব্যবধানে গোল করে দলের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন মহাতারকা। লুইস সুয়ারেজের অসাধারণ এক পাস পেয়ে ডানপ্রান্ত দিয়ে ঢুকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান মেসি।
মেসির গোলেই ব্যবধান দ্বিগুণ হয়। এর আগে, ২৩তম মিনিটে রবার্ট টেলরের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল ইন্টার মায়ামি। যদিও ৮০তম মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ এক গোল শোধ করেন, তবে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। মেসির গোলটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়।
এই জয়ে মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্স অঞ্চলের শীর্ষস্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। এখন পর্যন্ত তারা এমএলএসে পাঁচ ম্যাচ খেলে একটিও হারেনি, সব মিলিয়ে টানা আট ম্যাচ অপরাজিত রয়েছে দলটি।
মেসি এবারের এমএলএস মৌসুমে তিনটি ম্যাচ খেলেছেন এবং প্রতিটি ম্যাচেই গোল অথবা গোলে সহায়তা করে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন।
চোটের কারণে মেসি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে পারেননি। তবে তার অনুপস্থিতিতেও দুর্দান্ত পারফর্ম করেছে দল। উরুগুয়েকে ১-০ ও ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়ে দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে তাদের পরবর্তী এমএলএস ম্যাচ খেলবে। তবে তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে বুধবার।