চুক্তি থেকে সরে দাঁড়ালেন জাহানারা আলম

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:৫৬ এএম | ৩০ মার্চ, ২০২৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলম বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। মানসিক স্বাস্থ্যের কথা বলে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে যাওয়া এই ক্রিকেটার বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায় এবং ব্যস্ত সময় কাটাচ্ছেন লিগ ক্রিকেটে।

কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে জাহানারা আগেই বিসিবিকে জানিয়েছিলেন। তবে বিসিবি চলতি বছরের মার্চ পর্যন্ত তাকে চুক্তিতে রেখেছিল। সর্বশেষ ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে তার নাম বাদ পড়েছে। বিসিবির নারী বিভাগের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘জাহানারা আগেই জানিয়েছিল তার নাম চুক্তির বাইরে রাখার জন্য। আমরা সেটি এখন বিবেচনা করলাম।’

এর আগে জাহানারা নিজেই জানিয়েছিলেন, তিনি বিসিবিকে চিঠির মাধ্যমে অনুরোধ করেছিলেন তাকে চুক্তির বাইরে রাখার জন্য। যদিও প্রথমে বিসিবি তাকে চুক্তিতে রেখেছিল, পরে পুনরায় আলোচনা করে চূড়ান্তভাবে তার নাম বাদ দেওয়া হয়েছে।

 নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডেও জায়গা হয়নি জাহানারার। এছাড়া তিনি সর্বশেষ নারী ডিপিএলেও খেলেননি। বর্তমানে তার দেশে ফেরার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য নেই।

এদিকে গত ২১ ডিসেম্বর বিসিবি এক সভা শেষে জানায়, নতুন কেন্দ্রীয় চুক্তিতে ১৮ জন এবং জাতীয় চুক্তিতে ৩০ জন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। নারী ক্রিকেটারদের বেতন চারটি গ্রেডে বিভক্ত করা হয়েছে এবং ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন মাসে ২০ হাজার এবং ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেতন ১০ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।

খেলার দুনিয়া | ফলো করুন :