প্রথম ভারতীয় হিসেবে রোহিতের ইতিহাস
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ছাড়া আর কোন ম্যাচেই রানের দেখা পাননি। ব্যাট হাতে রোহিতের বাজে ফর্ম অব্যাহত আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৮ রান করেছেন তিনি। তবে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও একটা রেকর্ড অবশ্য নিজের দখলে নিয়েছেন ভারতীয় এই অধিনায়ক।
বিশ্বের সকল দেশের ক্রিকেটাররাই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ গুলো খেলে থাকে। তবে ভারতীয় ক্রিকেটাররা বিশ্বের অন্য কোনো প্রান্তে লিগ খেলতে যায় না। তাই স্বাভাবিকভাবেই টি-টোয়েন্টিতে তাদের ম্যাচ সংখ্যা কম থাকে। গতকাল গুজরাটের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে ৪৫০ ম্যাচ পূরণ করেছেন রোহিত। বিশ্বের অন্যান্য অনেক ক্রিকেটারের এ কীর্তি থাকলেও ভারতীয়দের মাঝে রোহিতই প্রথম ৪৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা ক্রিকেটার।
২০০৭ সালে নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত। একই বছর ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর অবশ্য আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন তিনি। তবে আইপিএলে খেলছেন মুম্বাইয়ের হয়ে। আর গতকাল আইপিএলের ম্যাচে নিজের ৪৫০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের এই কিংবদন্তি ব্যাটার।
রোহিতের পর ৪১২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে আছেন কলকাতা নাইট রাইডার্স এর সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক। তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি। আর ভারতীয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধনী আছেন তালিকার চার নম্বরে।