মেসিকে ছাড়িয়ে গেলেন গ্রিজম্যান
লিওনেল মেসি আধুনিক ফুটবল তো বটেই তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার। নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরুটা করেছিলেন বার্সেলোনার হয়ে। স্প্যানিশ এই ক্লাবটির হয়ে অসংখ্য রেকর্ডের মালিক তিনি। ক্লাবটির হয়ে মেসি এমন সব রেকর্ড করেছেন যা টিকে থাকবে যুগের পর যুগ। তবে গতকাল তার একটি রেকর্ড অবশ্য দখল করে নিয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের ফরাসি ফুটবলার আতোয়ান গ্রিজম্যান। বিদেশি ফুটবলার হিসেবে এখন লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন তার দখলে।
গতকাল শনিবার অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে খেলতে নেমে এই রেকর্ডটি করেন গ্রিজম্যান। মেসি বার্সেলোনা ছেড়েছেন ২০২১ সালে। ক্লাবটির হয়ে খেলেছেন ৫২০ ম্যাচ। গতকাল মাঠে নামার আগে গ্রিজম্যানের ম্যাচ সংখ্যাও ছিল ৫২০। তবে গতকালের ম্যাচটিতে মাঠে নেমে ফরাসি তারকা ছাড়িয়ে গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টারকে। লা লিগা ইতিহাসে বিদেশি কোন খেলোয়াড় হিসেবে কোন ক্লাবের হয়ে সর্বোচ্চ ৫২১ টি ম্যাচ খেলেছেন তিনি।
মেসি ও গ্রিজম্যানের পর লা লিগায় বিদেশে খেলোয়াড় হিসেবে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ব্রাজিলের দোনাতো গামা (৪৬৬), ফ্রান্সের করিম বেনজেমা (৪৩৯)।
গ্রিজম্যানের এমন মাইলফলক ছোঁয়ার ম্যাচে জয়ের দেখা পায়নি দিয়াগো সিমিওনের দল। এস্পানিওলের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে তার দল। ২৮ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে আছে তারা। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি সবার শীর্ষে বার্সেলোনা।