ব্রাজিলের কোচ কে হবেন তা নিয়ে ভাবছেন না নেইমার
২০০২ বিশ্বকাপের পর থেকে নিজেদের হারিয়ে খুঁজছে ব্রাজিল। নিজেদের সেই পুরনো ঐতিহ্য কিংবা গৌরব কিছুই ধরে রাখতে পারেনি পেলে কিংবা রোনালদো নাজারিওর উত্তরসুরিরা। তবে সাম্প্রতিক সময়ে ব্রাজিলের অবস্থা আরো বেশি ভয়াবহ। কোন কিছুতেই যেন নিজেদের সেরা ছন্দে ফিরতে পারছে না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাঁছাইয়ে যেখানে তাদের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে সেখানে ব্রাজিল আছে পয়েন্ট টেবিলের চারে। গত ২৬ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পর কোচ দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ কে সামনে রেখে ব্রাজিলের নতুন কোচ কে হবেন তা নিয়ে চলছে আলোচনা। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে কোচ হওয়ার দৌড়ে আছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস ও ফিলিপে লুইসের মত নামও।
ব্রাজিলের নতুন কোচ কে হবেন তা নিশ্চিত না হলেও এই তিনজন আছেন সব থেকে বেশি এগিয়ে। তবে যে সূচের সাথে নেইমারের সম্পর্ক যে খুব একটা ভালো না এটা সকলেই জানে। নেইমার আল হেলালে থাকা অবস্থায় দুজনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে।
সেই একই কোচকে এখন ব্রাজিল ডাগআউটে নিয়ে আসার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে কী ভাবছেন, জানতে চাইলে এক পডকাস্টে নেইমারের উত্তর ছিল এমন, ‘এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমাকে এসবের মধ্যে জড়াবেন না। আমি এখন বাইরে।’