ছুটিতে বাংলাদেশ ফুটবলের দুই কোচ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:২৮ পিএম | ৩০ মার্চ, ২০২৫

বাংলাদেশ ফুটবলের নারী ও পুরুষ দুই দলের কোচই বর্তমানে ছুটিতে আছেন এবং তাদের অনুপস্থিতি নিয়ে চলছে আলোচনা। পুরুষ দলের কোচ হাভিয়ের কাবরেরা ও নারী দলের কোচ পিটার বাটলার দুজনই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

বাংলাদেশ পুরুষ ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ছুটিতে গেছেন গত ২৭ মার্চ। জাতীয় দল ২৬ মার্চ ভারত থেকে দেশে ফেরার পরদিনই তিনি নিজ দেশ স্পেনে চলে যান। তবে তার এই ছুটি খুব বেশি দিন স্থায়ী হবে না। এপ্রিলে ঘরোয়া ফুটবল ফের শুরু হলে তাঁকে দায়িত্ব নিতে হবে। এরপর ১০ জুন বাংলাদেশের সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে, যা নিয়ে পরিকল্পনা করতে হবে তাঁকে। তাই কিছুদিন বিশ্রামের পর আবারও ফুটবলীয় ব্যস্ততায় ফিরবেন কাবরেরা।

তবে কাবরেরার বিরুদ্ধে ঘরোয়া ফুটবল উপেক্ষা করার অভিযোগ রয়েছে। ঘরোয়া ফুটবলে ভালো পারফর্ম করা খেলোয়াড়দের যথাযথ সুযোগ না দেওয়ার জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। বিশেষ করে, সাম্প্রতিক এক ম্যাচে আল আমিনের মতো প্রতিশ্রুতিশীল খেলোয়াড়কে এক মিনিটও খেলতে না দেওয়ায় তাঁকে নিয়ে ফুটবলাঙ্গনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

এদিকে নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার ছুটি শেষে শিগগিরই দেশে ফিরবেন। বাংলাদেশ নারী ফুটবল দল আগামী মাসে এশিয়ান কাপ বাছাইপর্বের লড়াইয়ে নামবে, যার প্রস্তুতি শুরু হবে এপ্রিলের প্রথম সপ্তাহেই।

নারী দলের ফুটবলারদের ৬ এপ্রিলের মধ্যে রিপোর্ট করতে বলা হয়েছে, কারণ সেদিনই কোচ পিটার বাটলার ইংল্যান্ড থেকে ফিরে দলের সঙ্গে যুক্ত হবেন।

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে বর্তমানে বিরতি চলছে, তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে পুনরায় ব্যস্ত সময় শুরু হবে, যা চলবে টানা দুই মাস। এই সময় জাতীয় দলগুলোর কোচদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

খেলার দুনিয়া | ফলো করুন :