কেমন কাটছে ক্রিকেটারদের ঈদ আনন্দ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:০৫ পিএম | ৩০ মার্চ, ২০২৫

ঈদ মানেই উৎসবের আমেজ, পরিবারের সান্নিধ্য এবং আনন্দমুখর সময়। বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও এর ব্যতিক্রম নয়। তবে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততার কারণে অনেক সময় তাঁদের ঈদ কাটাতে হয় মাঠে কিংবা বিদেশের কোনো হোটেল কক্ষে। তবে এবার বাংলাদেশের ক্রিকেটাররা কিছুটা স্বস্তিতে আছেন, কারণ রমজান মাসজুড়ে প্রিমিয়ার লিগ ক্রিকেটের ব্যস্ততা শেষে তাঁরা পেয়েছেন ১০ দিনের ছুটি।

এই ছুটির সুযোগ কাজে লাগিয়ে বেশিরভাগ ক্রিকেটারই চলে গেছেন নিজ গ্রামের বাড়িতে। তরুণ পেসার নাহিদ রানা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন, যা তাঁর ফোনালাপে বোঝা যায়। ঈদ উদযাপন নিয়ে তিনি বলেন, ‘আগের মতোই। সকালে নামাজ পড়ে এসে পরিবারের সঙ্গে সময় কাটাব আর বিকেলে সময় দেব বন্ধুদের।’

জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান বগুড়ায় ফিরে পেয়েছেন শৈশবের স্মৃতি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং বিভিন্ন ইফতার মাহফিলে যোগ দিচ্ছেন। তাঁর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সতীর্থ শরীফুল ইসলামও ছুটে গেছেন পঞ্চগড়ে। সেখানে তিনি নানাবাড়িতে গিয়ে মাছ ধরার আনন্দ নিয়েছেন এবং সেই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন।

তবে নারী ক্রিকেটারদের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। আগামী ১০ এপ্রিল বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ নারী দল। এই কারণে তাঁদের ঈদের ছুটি নেই। ২২ মার্চ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প, যা চলবে ঈদের সময়ও। ৩ এপ্রিল সকালেই তাঁদের লাহোরের উদ্দেশে উড়াল দিতে হবে।

এ সুযোগ হাতছাড়া হওয়ায় খানিকটা আক্ষেপ ঝরেছে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে। তিনি বলেন, ‘সুযোগ পেলে শেরপুরে গিয়েই ঈদ করি। এবার ক্যাম্পের কারণে তা হচ্ছে না। স্বাভাবিকভাবেই একটু মন খারাপ তো থাকবেই।’

খেলার দুনিয়া | ফলো করুন :