লিটন না থাকায় সুযোগ পেতে পারেন যিনি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:০৯ এএম | ৩১ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর এই মাসের শুরুতে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ( ডিপিএল) দিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঈদ উপলক্ষে নিজ এলাকায় ছুটি কাটাচ্ছেন তারা। তবে তাদের ছুটির প্রহর শেষ হতে চলেছে। কেননা আগামী এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না লিটন কুমার দাস। তবে টেস্ট খেলায় লিটন দলের নিয়মিত সদস্য। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও দারুণ। তবে জিম্বাবুয়ে সিরিজে পাওয়া যাবে না লিটনকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় লিটনকে পুরো আসরের জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। যার ফলে জিম্বাবুয়ে সিরিজে তিনি থাকবেন না তা নিশ্চিত। লিটন না থাকায় এই সিরিজে সুযোগ পেতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। 

ঘরোয়া লিগে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা অঙ্কনের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি তিনি। জিম্বাবুয়ে সিরিজের লিটনের না থাকায় তাই আবারো সুযোগ পেতে পারেন এই উইকেটরক্ষক ব্যাটার। 

আগামী ১৫ এপ্রিল দুই টেস্ট খেলতে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। ২০ এবং ২৮ এপ্রিল দুই টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।

খেলার দুনিয়া | ফলো করুন :