সেরা ৫ মুসলিম ফুটবলার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৪৫ পিএম | ৩১ মার্চ, ২০২৫

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। পৃথিবীর সকল দেশে ছড়িয়ে গেছে এই খেলা। বাদ যায়নি মুসলিম দেশগুলোও। আর তাতেই ফুটবল বিশ্বে মুসলমান ফুটবলারদের দাপট বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। । ইউরোপে যত বড় বড় লিগ আছে তাতেই খেলেন তারা। 

করিম বেনজেমা

বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার করিম বেনজেমা। পুরো নাম করিম মোস্তফা বেনজেমা। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার তিনি। তার জন্ম ১৯ ডিসেম্বর ১৯৮৭ সালে। ফরাসী এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ব্যালন ডি অর। বর্তমানে সৌদি ক্লাব আল ইত্তিহাদে খেলছেন তিনি।

মোহাম্মদ সালাহ

বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন তিনি। আছেন ক্যারিয়ার সেরা ছন্দে। শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয়, ক্লাবের হয়ে ইউরোপেও রেকর্ড গড়ে চলেছেন সালাহ। চ্যাম্পিয়নস লিগে আফ্রিকান খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন মিসরীয় ফরোয়ার্ডের। অভিষেক মৌসুমে লিভারপুলের হয়ে সর্বোচ্চ গোল তারই। 

জিনেদিন জিদান

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার জিনেদিন ইয়াজিদ জিদান। বিশ্বকাপের ফাইনালে পরাক্রমশালী ব্রাজিলকে ফাইনালে হারিয়ে বিশ্বকাপ জয় করে ফ্রান্স। ম্যানেজার হিসেবে সেরাদের তালিকায় আছেন জিদান। রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন রেকর্ড টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। 

ওজিল

ওজিলকে বলা হয় ফুটবল জগতের অন্যতম একজন শৈল্পিক কারিগর। তার পুরো নাম মেসুত ওজিল। বিশ্বের সেরা অ্যাটাকিং মিডফিল্ডারদের একজন তিনি। ওজিল মূলত তুরস্ক বংশোদ্ভুত। তবে খেলেছেন জার্মানের হয়ে। জিতেছেন বিশ্বকাপও। বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন এই তারকা। 

অ্যান্টোনিও রুডিগার

রিয়াল মাদ্রিদের রক্ষণভাগের প্রাণভোমরা অ্যান্তোনিও রুডিগার। তিনি জার্মানির পেশাদার ফুটবলার। এর আগে খেলেছেন চেলসির হয়ে। রুডিগার ভিএফবি স্টাটগার্টের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন।

খেলার দুনিয়া | ফলো করুন :