ঈদ শুভেচ্ছা জানালেন রোনালদো
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ঈদ উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে খেলা এই পর্তুগিজ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম ভক্তদের উদ্দেশ্যে লিখেছেন— ‘ঈদ মোবারক! এই বিশেষ সময় আপনাদের এবং আপনাদের প্রিয়জনদের জন্য সুখ, শান্তি ও আনন্দ বয়ে আনুক।’
মধ্যপ্রাচ্যে আসার পর থেকেই রোনালদো শুধু ফুটবল মাঠেই নয়, সৌদি আরবের সামাজিক ও বাণিজ্যিক কার্যক্রমেও নিজেকে যুক্ত করেছেন। সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশগ্রহণ করা, প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ এবং সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানো এখন তার নিয়মিত কর্মকাণ্ডের অংশ হয়ে উঠেছে। ঈদের মতো বিশেষ মুহূর্তেও তিনি তার শুভেচ্ছা জানিয়ে মুসলিম ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
ফুটবল মাঠেও দুর্দান্ত ছন্দে রয়েছেন এই কিংবদন্তি ফরোয়ার্ড। চলতি মৌসুমে আল-নাসরের হয়ে ৩৩ ম্যাচে ২৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন তিনি। যদিও তার দল লিগ টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে, তবুও আসন্ন রিয়াদ ডার্বিতে আল-হিলালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে।
রোনালদোর মতো বিশ্ব তারকার ঈদ শুভেচ্ছা মুসলিম ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ এক অনুভূতি তৈরি করেছে।