ধোনির গ্যারেজে বাইকের বহর

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৬:৫৮ পিএম | ৩১ মার্চ, ২০২৫

বিশ্ব ক্রিকেটে সেরা উইকেটরক্ষকদের তালিকায় উপরের সারিতে থাকবেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের সাবেক এই অধিনায়ক ব্যাট কিংবা গ্লাভস হাতে সবসময়ই সেরাদের কাতারে। তবে আরও একটা জিনিসে সেরা ধোনি। সেটা হলো তার বাইকের সংগ্রহ। তার গ্যারেজে জায়গা করে নিয়েছে অসংখ্য নামি দামি বাইক।

বাইকের সঙ্গে ধোনির প্রেম কাহিনী নতুন কোনো ঘটনা নয়। তিনি যে বাইক প্রেমী তার ইঙ্গিত একাধিকবার দিয়েছেন নিজেই। মাঝে মধ্যেই সুপার বাইক নিয়ে বেরিয়ে পড়েন রাইডে। বলা হয়ে থাকে ধোনির গ্যারেজে বাইকের সংখ্যা তিনি ছাড়া আর কেউ জানেন না। কেউ বলেন ৬০টা, কেউ আবার সংখ্যাটা একশো ছাড়ানোর দাবি করেন।

ধোনির প্রথম বাইকটি ছিল ইয়াহামা আর এক্স ১৩৫। ১৫ হাজার টাকা দিয়ে কেনা এই বাইকটি ২০০৩ সালে বিক্রি করে দেন তিনি। এছাড়া তার গ্যারাজে রয়েছে নানা ধরনের বাইক। তার মধ্যে রয়েছে কাওয়াসাকি নিনজা এইচ২, হার্লে ডেভিডসন ফ্যাটবয়, দুকাটি, নর্টনের মতো বিখ্যাত বাইক। তাছাড়াও পোর্শে ৯১১, অডি, মার্সিডিজ, রেঞ্জ রোভার,মিৎসুবিশি পায়েরোর মতো বিলাসবহুল গাড়িও রয়েছে মহেন্দ্র সিং ধোনির গ্যারাজে।

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটের সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি। প্রথমবার ভারতকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিয়ে গিয়েছেন। তবে ২০২০ সালে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। যদিও এখনো আইপিএল খেলে যাচ্ছেন। শত ব্যস্ততার মাঝেও সুযোগ পেলেই বাইক নিয়ে ঘুরতে বেড়িয়ে পরেন ধোনি।

খেলার দুনিয়া | ফলো করুন :