যে খাবারের প্রেমে পড়েছেন কোহলি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:১৫ পিএম | ৩১ মার্চ, ২০২৫

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের ব্যাটিং স্তম্ভ বললেও ভুল হবে না তাকে। পার করেছেন জীবনের ৩৬ টি বসন্ত। তবুও এখন তরুণদের থেকেও ফিট মনে হয় তাকে। তাই স্বাভাবিকভাবেই কৌতুহল জাগে কোন খাবার খেয়ে এত ফিট থাকেন বিরাট। 

বিরাট খেতে পছন্দ করেন এটা তিনি অনেকবারই বলেছেন গণমাধ্যমের সামনে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে কোহলির প্রিয় ছোলে ভাতুরের প্রসঙ্গ উঠেছিল। এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোহলির পছন্দের কয়েকটি খাবারের নাম-

১/ছোলে  বাটুরে 

দিল্লিতে জন্ম কোহলির। দিল্লির বিখ্যাত রামের ছোলে বাটুরে খুব পছন্দ করতেন তিনি। যদিও, গত কয়েক বছর ধরে তিনি বাজারের ছোলে ভাতুরে খান না, তবে তার ডায়েটে মাঝেমধ্যে চিট ডে-তে ছোলের তরকারি অবশ্যই খান।

২/পনির খুরচান

 এক সাক্ষাৎকারে কোহলি বলেছিলেন যে তিনি পনির খুরচান খেতে খুব পছন্দ করতেন। যাতে পনিরকে তাওয়ায় ভালো করে ভেজে প্রচুর মশলা দেওয়া হয়। যদিও এখন তিনি ফিটনেসের কারণে এটা খাওয়া ছেড়ে দিয়েছেন।

৩/মুরগির মাংস

ভেগান হওয়ার আগে কোহলি মুরগির মাংস পছন্দ করতেন। তিনি গ্রিল্ড চিকেন এবং তন্দুরি চিকেন খেতে খুব পছন্দ করতেন, কারণ এতে কম তেল ব্যবহার করা হয়। কিন্তু গত কিছু বছর ধরে তিনি আমিষ খাওয়া ছেড়ে দিয়েছেন এবং সম্পূর্ণরূপে ভেগান ডায়েট অনুসরণ করেন।

৪/ সুশি

কোহলি এবং অনুষ্কা শর্মা দুজনেই সুশি খেতে দুজনেরই খুব পছন্দ, যা স্টিকি রাইস, সুশি শিট এবং প্রচুর সবজি দিয়ে তৈরি করা হয়।

৫/ রসুন নান

বিরাট কোহলির ভারতীয় রুটির মধ্যে রসুন নান খেতে খুব পছন্দ করতেন। পনিরের তরকারি বা মুরগির মাংসের সাথে তিনি রসুন নান খেতে পছন্দ করতেন। যদিও এখন এগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন।

খেলার দুনিয়া | ফলো করুন :