ঈদে ছুটি পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:০৫ পিএম | ৩১ মার্চ, ২০২৫

ঈদের সময় পরিবারের সঙ্গে সময় কাটানো এক অন্যরকম ভালো লাগার অনূভুতি। তবে পেশাগত কারণে অনেক সময় ঈদের দিনেও ক্রিকেটারদের থাকতে হয় পরিবার থেকে দূরে। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের এবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকায় ঈদ কাটিয়েছেন পরিবারের সঙ্গেই। তবে বিপরীত চিত্র ঘটেছে নারী ক্রিকেট দলের সঙ্গে। ২০২৫ বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি নিতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে। সে কারণে ঈদুল ফিতরের ছুটি মেলেনি তাদের। 

এবারের বিশ্বকাপ বাছাই পর্ব হবে পাকিস্তানে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বের এবারের আসর। যেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলও অংশগ্রহণ করবে। আর এ কারণেই আজ ঈদের দিন তাদের কাটাতে হয়েছে মিরপুরে। 

আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জ্যোতি। ঈদের ছুটি না পাওয়া নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'আমি বলবো যে দেশের ডিউটির জন্যই আমরা যেতে পারছি না। কিন্তু সবার সাথে ছিলাম ভালো লাগছে অনেক।'

দলের কেউ পরিবারকে ছাড়া থাকতে খারাপ বোধ করছে কিনা এমন প্রশ্নের জবাবের জ্যোতি বলেন, 'অনেকে আছে যারা পরিবারের সাথে দূরে থাকাটা নিতে পারে না। ঈদের দিনটাতে পরিবারের সাথে থাকতে চায়। আমাদের দলে ফাহিমা আপু আছে, রিতু আপু আছে, তারা অনেক বেশি ইমোশনাল। ওনারা পরিবারকে অনেক বেশি মিস করছে।'

নারী দলকে ছুটি না দেওয়া নিয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমকে বলেন, 'ঈদের পরপরই মেয়েদের বিশ্বকাপ বাছাই পর্ব খেলা রয়েছে। সেখানে আমাদেরকে ভালো করতে হবে। সুতরাং এটা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমরা ঈদের সময় ট্রেনিংটা কন্টিনিউ করব।'

খেলার দুনিয়া | ফলো করুন :