পুরনো কোচের সঙ্গে নতুন ঠিকানায় ডোনাল্ড
বর্তমানে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের ধাঁচ পরিবর্তনের সবচেয়ে বড় গুরু দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার অ্যালান ডোনাল্ড। এক সময়ের বাংলাদেশের বোলিং ভাগ নির্ভর ছিল স্পিনে। যেটিকে বদলেছেন ডোনাল্ড। পেস বিভাগে আমূল পরিবর্তন আনা এই কোচ দায়িত্ব ছেড়েছেন সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ পরেই।
ভারত থেকে সরাসরি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান ডোনাল্ড। নতুন কোন দায়িত্বে তাকে দেখা যাবে এ নিয়ে তখনই কিছু জানানি তিনি। সেখান থেকে সপ্তাহ দুয়েক পর জানা গেল ডোনাল্ডের নতুন ঠিকানার। নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিলেন তিনি।
নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে ডোনাল্ডের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ডিপি ওয়ার্ল্ড লায়ন্স।
সেখানে ডোনাল্ড পাচ্ছেন তার পুরনো সহকারীকে। বাংলাদেশের সাবেক হেড কোচ রাসেল ডোমিঙ্গো আছেন সেই দলের প্রধান কোচের দায়িত্বে। এছাড়াও কোচিং প্যানেলে আছেন আরেক সাবেক প্রোটিয়া ব্যাটার হাশিম আমলা।