আইপিএল পয়েন্ট টেবিলে দাপট যাদের
আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) যাত্রা একেবারেই প্রত্যাশামতো হয়নি। বেঙ্গালুরুর বিপাকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। এরপর রাজস্থানের বিরুদ্ধে জয় পেলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আবার পরাজিত হয় রাহানের দল। সোমবার মুম্বাইয়ের কাছে হারের পর কেকেআর পয়েন্ট তালিকায় একেবারে নীচে নেমে গেছে।
তিন ম্যাচে মাত্র দু’পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে কেকেআর। তাদের রান রেটও অত্যন্ত খারাপ (-১.৪২৮)। পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস, যাদেরও তিন ম্যাচে দুই পয়েন্ট থাকলেও রান রেট তুলনামূলকভাবে ভালো (-১.১১২)।
মুম্বাই ইন্ডিয়ান্স সোমবার কেকেআরকে হারিয়ে আইপিএল ২০২৫-এ প্রথম জয় লাভ করে এবং পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে উঠে আসে। তাদের তিন ম্যাচে দুই পয়েন্ট এবং রান রেট ০.৩০৯। চেন্নাই সুপার কিংস (-০.৭৭১) এবং সানরাইজার্স হায়দরাবাদ (-০.৮৭১) তালিকার নিচের দিকে থাকলেও কেকেআরের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।
এই মুহূর্তে আইপিএল ২০২৫-এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের দুই ম্যাচে চার পয়েন্ট এবং রান রেট ২.২৬৬। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস, যাদেরও দুই ম্যাচে চার পয়েন্ট, তবে তাদের রান রেট ১.৩২০।
লখনউ সুপার জায়ান্টস (০.৯৬৩) এবং গুজরাত টাইটান্স (০.৬২৫) দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। চমকপ্রদ বিষয় হলো, শীর্ষ পাঁচে থাকা দলগুলোর মধ্যে একমাত্র পাঞ্জাব কিংস আইপিএল ট্রফি জিতেছে। তারা একটি ম্যাচ খেলে পঞ্চম স্থানে রয়েছে।