অবশেষে হচ্ছে সেই সিরিজ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:৪৮ পিএম | ০১ এপ্রিল, ২০২৫

দীর্ঘ ১৮ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়ায় দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। এরপর আইসিসির দুটি ইভেন্টে অংশ নিলেও দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু সেই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টেস্টের দেড় শ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড একটি বিশেষ টেস্ট ম্যাচ খেলবে। এছাড়া অন্যান্য ম্যাচের ব্যস্ত সূচির কারণে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজটি এগিয়ে এনে ২০২৬ সালে আয়োজন করার পরিকল্পনা করা হয়েছে।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ২০২৬ সালে নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে। তবে এখনো চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।

২০২৫-২৬ মৌসুমে ঘরের মাঠে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রকাশিত সূচি অনুযায়ী, এ বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে তাদের ব্যস্ততা শুরু হবে। সিরিজটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। প্রথম দুই টি-টোয়েন্টি হবে ডারউইনের টিআইও স্টেডিয়ামে, তৃতীয় টি-টোয়েন্টি ও প্রথম ওয়ানডে কেয়ার্নসে এবং শেষ দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ম্যাকেতে। ডারউইন শহর দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার সিরিজের পর ভারতকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর পার্থে। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে সাদা বলের লড়াই শেষ হবে ৮ নভেম্বর, ব্রিসবেনের গ্যাবায়।

এই সিরিজের পরই মাঠে গড়াবে অ্যাশেজ সিরিজ। ২১ নভেম্বর পার্থে শুরু হবে ঐতিহ্যবাহী অস্ট্রেলিয়া-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ব্যস্ত এই মৌসুমের মাঝেই ২০২৬ সালে নর্দার্ন টেরিটরিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের জন্য এটি হবে গুরুত্বপূর্ণ এক সিরিজ, যেখানে তারা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। এখন শুধু চূড়ান্ত সূচির অপেক্ষা।

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :