ঈদের দিনেও ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা প্রকাশ হামজার
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার গোটা মুসলিম বিশ্ব। বিভিন্ন দেশের পররাষ্ট্র নীতি থেকে শুরু করে ফুটবলের মাঠ পর্যন্ত ইসরাইলের এই আগ্রাসনের বিরুদ্ধে হয়েছে প্রতিবাদ। প্রতিবাদের পাশাপাশি মাঠে ফিলিস্তিনের পতাকা উড়ানোর রীতির অন্যতম অগ্রদূত বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। এবারের ঈদুল ফিতরেও তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে স্মরণ করেছেন।
ফিলিস্তিনের প্রতি হামজার ভালোবাসা নতুন কোন কিছু না। আজ থেকে কয়েক বছর আগে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ফিলিস্তিনের পতাকা গায়ে হেঁটে খবরের শিরোনাম হয়েছিলেন হামজা। ইসরাইলের দমন প্রেরণের শিকার এই দেশটির প্রতি তার ভালোবাসা অনেক আগে থেকেই ছিল। এবার আবারও সেই ভালোবাসার প্রমাণ দিলেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।
গতকাল ( সোমবার) ঈদের দিনে মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ উদযাপনের তিনটি ছবি দিয়েছেন হামজা। যেখানে একটি হাতে তাকে বিশেষ ব্রেসলেট পরিহিত দেখা যায়। কালো ফিতার সেই ব্রেসলেটে সংযুক্ত রয়েছে লকেট আকারের ছোট একটি ফিলিস্তিনি পতাকা। যা দেখে এটা বলার অপেক্ষা রাখে না যে, ঈদ উৎসবের মাঝেও হামজার মন কাঁদছে ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য।
প্রসঙ্গত, যুদ্ধবিরতির চুক্তি ভেঙে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়েছে। ওই সময় থেকে নিহত হয়েছেন এক হাজারেরও বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে যে সংখ্যাটা ৫০ হাজারের বেশি।