সবচেয়ে দামি বাড়ির মালিক কোন ক্রিকেটার?
আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের পারিশ্রমিক হয়েছে আকাশচুম্বী। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগ আসার পর থেকেই ক্রিকেটাররা উপার্জন করছেন কাড়ি কাড়ি টাকা। যার অনেকটাই ব্যয় করেন তাদের বিলাশবহুল জীবনের পেছনে। তবে বিলাশবহুল বাড়ির তালিকায় সেরা পাঁচের ৪ জনই অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর একজন ভারতের।
বিলাসবহুল জীবনের প্রথম শর্ত একটি সুন্দর বাড়ি। বিশেষ করে উন্নত বাড়ি ও দামি গাড়ির দিকেই বেশি ঝোক থাকে সকলের। তাই নিজেদের রাজকীয় জীবনকে উপভোগ করতে বিলাসী বাড়ি নির্মাণে পিছপা হন না তারা। আর এই পথে সবার থেকে এগিয়ে অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দামি বাড়িটি এই অজি ক্রিকেটারের দখলে।
অস্ট্রেলিয়ার হয়ে ৩টি বিশ্বকাপ জেতা পন্টিং মেলবোর্নের ব্রাইটনে গোল্ডেন মাইল নামক স্থানে বাংলাদেশি টাকায় প্রায় ১০০ কোটি টাকার বাড়ি বানিয়েছেন। পন্টিংয়ের পরেই আছেন তার স্বদেশি শেন ওয়াটসন। তার বাড়িটির মূল্য প্রায় ৯০ কোটি।
তালিকায় তিন নম্বরে আছেন ভারতের যুবরাজ সিং। তার বাড়ির মূল্য প্রায় ৮৫ কোটি টাকা। চারে আছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী আরেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তার বাড়ির মূল্য ৮৩ কোটি টাকা। আর পাঁচে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বাড়ির দাম বাংলাদেশি টাকায় ৬৫ কোটি টাকা।