অবসর নিয়ে যা বললেন কোহলি
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ভারতের হয়ে ছোট ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরও তার ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছিল। তবে এবার নিজেই নিজের পরিকল্পনা পরিষ্কার করলেন কোহলি। জানিয়ে দিলেন, তার পরবর্তী লক্ষ্য ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ জয়।
আইপিএলের মাঝেই এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কোহলি। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর ক্যারিয়ারের পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে? জবাবে কোহলি বলেন, "পরের এক দিনের বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।' তাঁর এই বক্তব্য শুনে উপস্থিত দর্শকেরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান।
ভারত ২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে এক দিনের বিশ্বকাপ জিতেছিল। সেই দলের একমাত্র সদস্য হিসেবে এখনও ভারতীয় দলের হয়ে এক দিনের ক্রিকেট খেলছেন কোহলি। ২০১৫ ও ২০১৯ সালে ভারত সেমিফাইনালে হেরে যায়। ২০২৩ সালে দেশের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের পরেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়। সেই পরাজয়ের ধাক্কায় মাঠেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কোহলি। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের ফলে সেই ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় এক দিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তখন কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার অসাধারণ ফিটনেসের কারণে সেই বিশ্বকাপে অংশগ্রহণ করতে তাঁর বিশেষ সমস্যা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কোহলিও এখন থেকেই নিজেকে সেই লক্ষ্যে প্রস্তুত করছেন।
ভারতীয় ক্রিকেটপ্রেমীরা আশাবাদী, কোহলির নেতৃত্বে ভারত ২০২৭ সালের বিশ্বকাপ জিতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবে।