ফাইনালে রিয়াল মাদ্রিদ
শ্বাসরুদ্ধকর এক ম্যাচের সাক্ষী থাকল সান্তিয়াগো বার্নাব্যু। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের মধ্যকার লড়াইটি পরিণত হয় এক নাটকীয় মহাকাব্যে। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ৪-৪ সমতায় শেষ হলেও দুই লেগ মিলিয়ে ৫-৪ অ্যাগ্রিগেটে জয় তুলে নেয় রিয়াল মাদ্রিদ এবং নিশ্চিত করে ফাইনালের টিকিট।
প্রথম লেগে সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয় পাওয়া রিয়ালের জন্য দ্বিতীয় লেগে ড্র-ই যথেষ্ট ছিল। তবে প্রতিপক্ষ সোসিয়েদাদ লড়াইয়ে কোনো কমতি রাখেনি। ম্যাচের ১৬তম মিনিটেই আন্দের বাররেনেচিয়ার গোলে এগিয়ে যায় অতিথিরা। তবে ৩০ মিনিটের মাথায় ভিনিসিয়ুসের দুর্দান্ত পাস থেকে চিপ শটে গোল করে ম্যাচে সমতা ফেরান তরুণ ব্রাজিলিয়ান এন্ড্রিক ফিলিপে।
৭২ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন ডেভিড আলাবা, যা সোসিয়েদাদকে আবারও লিড এনে দেয়। ৭৭ মিনিটে ওয়ারজাবালের জোরালো শট আলাবার গায়ে লেগে জালে ঢোকে, ফলে ৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে রিয়াল। তবে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ বরাবরের মতোই প্রত্যাবর্তনের গল্প লিখল।
৮২ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে নিখুঁত শটে ব্যবধান কমান জ্যুড বেলিংহাম। ৮৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন অঁরেলিয়ে চুয়ামেনি, ম্যাচে ফেরে রিয়াল। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আবারও এগিয়ে যায় সোসিয়েদাদ, ওয়ারজাবালের হেডে স্কোরলাইন হয় ৪-৩। এতে দুই লেগ মিলিয়ে ৪-৪ সমতা তৈরি হয় এবং ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও চলে উত্তেজনা। তবে ফলাফল নির্ধারিত হয় ১১৫তম মিনিটে। কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে গোল করেন অ্যান্তোনিও রুডিগার, যা রিয়ালকে ফাইনালের পথে এগিয়ে দেয়। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সান্তিয়াগো বার্নাব্যু পরিণত হয় উৎসবের নগরীতে।
লা লিগায় কম সুযোগ পেলেও কোপা দেল রেতে ধারাবাহিক পারফর্ম করছেন এন্ড্রিক ফিলিপে। এই ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এ ছাড়া চুয়ামেনি, বেলিংহাম, রুডিগারদের অসাধারণ পারফরম্যান্সে রিয়াল মাদ্রিদ আরও একবার প্রমাণ করল কেন তারা ইউরোপের অন্যতম সেরা দল।
এখন ফাইনালের অপেক্ষা। কার্লো আনচেলত্তির দল এবার কি পারবে কোপা দেল রের শিরোপা পুনরুদ্ধার করতে?